নিয়ম ভাঙায় হেলমেট উপহার

নিজেই একটা নতুন হেলমেট খুশিলালের মাথায় পরিয়ে দিলেন ডিসি। বললেন, ‘‘আর ভুলবেন না। এটা উপহার হিসেবে  রাখুন। এটা পরেই গাড়ি চালান।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ০২:৫৭
Share:

উপহার: হেলমেট ছাড়াই রাস্তায় বেরিয়েছিলেন মোটরবাইক চালক। তাঁকে আটকে হেলমেট পরিয়ে দিচ্ছেন ডিসি গৌরব লাল। শিলিগুড়িতে। নিজস্ব চিত্র

তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের সামনে দিয়ে দু’চাকার যান চালিয়ে যাচ্ছিলেন প্রধাননগর এলাকার বাসিন্দা খুশিলাল মণ্ডল। মাথায় হেলমেট ছিল না তাঁর। টার্মিনাসের সামনে পুলিশের ভিড় দেখে থতমত খেয়ে গিয়েছেন খুশিলাল। ততক্ষণে অবশ্য পুলিশের নজরে পড়েছে যে তাঁর হেলমেট নেই। হঠাৎ সবাইকে সরিয়ে এগিয়ে এলেন শিলিগুড়ি পুলিশের ডিসি গৌরব লাল। বললেন, ‘‘আপনার হেলমেট নেই কেন?’’ খুশিলালে ঝটিতি জবাব, ‘‘ভুলে গিয়েছি স্যার। বাড়িতে আছে। তাড়াহুড়োয় বেরিয়েছি।’’ তখন নিজেই একটা নতুন হেলমেট খুশিলালের মাথায় পরিয়ে দিলেন ডিসি। বললেন, ‘‘আর ভুলবেন না। এটা উপহার হিসেবে রাখুন। এটা পরেই গাড়ি চালান।’’
মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ এমন ঘটনাই দেখল শিলিগুড়ি। এ দিন নিয়ম ভেঙে এরকম হেলমেট উপহার আরও কয়েকজন। প্রধাননগর ট্রাফিক গার্ডের উদ্যোগে জংশন এলাকায় হেলমেট নিয়ে এরকমই সচেতনতা শিবির হয়। গৌরব লাল ছাড়াও ছিলেন জংশন ট্রাফিক গার্ডের আইসি সনাতন সিংহ এবং প্রধাননগর থানার আইসি পঙ্কজ থাপা।
অভিযোগ উঠছিল, শহরতলি এলাকাগুলোয় ট্র্যাফিক পুলিশের নজরদারি কমে গিয়েছে বলে হেলমেটহীন আরোহীরা বারবার দুর্ঘটনায় পড়ছিল। তার জেরে কত কয়েকদিনে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার রাত থেকেই প্রধাননগর থানার গুলমা বনাঞ্চল এলাকা, সেবক রোডে বেঙ্গল সাফারির কাছে এবং ইস্টার্ন বাইপাসে কানকাটা মোড়ের কাছে নজরদারি বাড়ানো হয়েছে।
শিলিগুড়ির ট্রাফিকের দায়িত্বে থাকা ডিসি (পূর্ব) গৌরব লাল বলেন, ‘‘আমরা এমনিতে শহরের প্রান্তিক এলাকায় নাকা তল্লাশির ব্যবস্থা রেখেছি। তবে আরও কয়েকটি রাস্তায় নজরদারি বাড়ানো হয়েছে।’’
এ দিনের অনুষ্ঠানে ছিলেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের কর্তারাও। তাঁরা জানান, কুয়াশার থাকলে কিছুক্ষণ থেমে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে দূরপাল্লার চালকদের। শহরতলি এলাকাগুলোয় স্পিড রিডার গান দিয়ে
গাড়ির গতি মাপা এবং মদ্যপ বাইক আরোহীদের আটকাতে ব্রিদ অ্যানালাইজারের ব্যবহার হচ্ছে বলে জানান কর্তারা। আরও নানা পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুিলশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন