—প্রতীকী ছবি।
স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে আত্মঘাতী স্বামী! এই ঘটনাটি ঘটেছে শীতলখুচির রাজারাম জয়দুয়ার গ্রামে। আহত ওই বধূ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এখন চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উকিল বর্মন এবং তাঁর স্ত্রী চম্পার মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা হত। বৃহস্পতিবার আবার ঝামেলা হয় তাঁদের মধ্যে। অভিযোগ, বচসার জেরে স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ দেন স্বামী। এর পরে পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় শীতলখুচি থানার পুলিশ।
আহত চম্পার মা বাসন্তী বর্মনের দাবি, তাঁর জামাই ঠিকাদারের মোবাইল চুরি করেছিলেন। ঠিকাদারের স্ত্রী তাঁদের বাড়িতে এসে মোবাইলের দাম বাবদ টাকা দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর বচসা শুরু হয়। এর পরেই স্ত্রীর গলায় কোপ দেন উকিল।