আইসিকে হেনস্থার অভিযোগ চোপড়ায়

উত্তর দিনাজপুরের চোপড়া থানার আইসিকে হেনস্থার অভিযোগ উঠল এলাকার কংগ্রেস ও তৃণমূলের একাংশের বিরুদ্ধে। রবিবার বিকেলে ইসলামপুরের ধুলিগাঁও এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এদিন চোপড়ার একটি ছিনতাই-র ঘটনার তদন্ত করতে ইসলামপুর থানার সুজালি এলাকাতে গিয়েছিলেন চোপড়া থানার আইসি রবীন থাপা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০১:৪৩
Share:

উত্তর দিনাজপুরের চোপড়া থানার আইসিকে হেনস্থার অভিযোগ উঠল এলাকার কংগ্রেস ও তৃণমূলের একাংশের বিরুদ্ধে। রবিবার বিকেলে ইসলামপুরের ধুলিগাঁও এলাকাতে ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন চোপড়ার একটি ছিনতাই-র ঘটনার তদন্ত করতে ইসলামপুর থানার সুজালি এলাকাতে গিয়েছিলেন চোপড়া থানার আইসি রবীন থাপা। ধুলিগাঁও মোড়ে ওই এলাকাতে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এলাকার এক কংগ্রেস কর্মীর নেতৃত্বে কিছু লোকেরা বিরুদ্ধে। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। আইসিকেও ধাক্কাধাক্কি করা হয়। ইসলামপুরের এসডিপিও বৈভব তেওয়ারি বলেন, ‘‘ওই এলাকায় আইসির পথ আটকানো হয়। তাদের সরাতে গেলে আইসির সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। আইসির সঙ্গে পুলিশ কম থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। ৫ জনকে চিহ্নিত করা গিয়েছে। মামলা হচ্ছে।’’

পুলিশ সূ্ত্রে খবর, চোপড়ার একটি গাড়ি ছিনতাই এর ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন চোপড়া থানার আইসির নেতৃত্বে ওই এলাকায় পুলিশ যায়। সম্প্রতি লক্ষ্মীপুর এলাকাতে একটি গন্ডগোলের ঘটনা ঘটে। এলাকার এক তৃণমূল নেতার বাগান থেকে চা পাতা নিয়ে যাওয়ার সময় পাতা সহ গাড়িটি ছিনতাই এর ঘটনা ঘটে বলে অভিযোগ। এক কংগ্রেস কর্মীর নামে অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, এদিন ঘটনার তদন্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। ধাক্কাধাক্কিও ছাড়াও বিক্ষোভে সামনের দিকে মহিলাদের এগিয়ে দেওয়ায় পুলিশ কর্মীরা কিছু করতে পারেনি বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন দু’দলের লোক বিষয়টি নিয়ে আলোচনা করছিল। সেই সময় পুলিশ সেখানে পৌঁছলে প্রথমে কথা কাটাকাটি, পরে বিক্ষোভ, ধাক্কাধাক্কি হয়। পুলিশকে হেনস্থা করার ঘটনাটি নিয়ে আবার কংগ্রেস ও তৃণমূলের মধ্যে চাপান উতোর শুরু হয়েছে। কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন বলেন, ‘‘এলাকায় আমাদের অত লোকবলই নেই। তৃণমূলকে আড়াল করতেই আমাদের কিছু লোকজনকে পুলিশই ফাঁসাতে চাইছে।’’ আর এলাকার তৃণমূল নেতা কামাল হুসেন বলেন, ‘‘ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। যা করেছে এলাকার কংগ্রেস কর্মীরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement