প্রহৃত আইসি-র চিকিৎসা চলছে হাসপাতালে। —নিজস্ব চিত্র।
জমি নিয়ে বিবাদ থামাতে গিয়ে প্রহৃত হল পুলিশ। তাদের গাড়ি এবং মোটরবাইকে চলল ভাঙচুর। শুক্রবার ‘জনরোষে’ মাথা ফাটল মুর্শিদাবাদের কান্দি থানার আইসি মৃণাল সিংহের। এ নিয়ে দুপুর থেকে উত্তেজনা কান্দির গৌকর্ণ গোঁসাইডোবা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, গৌকর্ণ গোসাইডোবা এলাকায় দীর্ঘ দিন ধরে একটি জমি নিয়ে বিবাদ চলছিল দুই পক্ষের। শুক্রবার ওই নিয়ে জোর গোলমাল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইসি-র নেতৃত্বে পুলিশবাহিনী। কিন্তু গন্ডগোল থামেনি। বরং পুলিশের উপরেই হামলা চালানোর অভিযোগ বিবাদমান দুই পক্ষের বিরুদ্ধে।
অতর্কিত ওই হামলায় গুরুতর জখম হয়েছেন আইসি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশিই পুলিশের বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয়েছে বলে খবর।
পরিস্থিতি সামলাতে উপদ্রুত এলাকায় অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে হলেও নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ। আহত আইসি গৌকর্ণ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনায় নিন্দা করে হামলার সঙ্গে জড়িতদের সকলকে শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কী ভাবে এবং কেন উত্তেজনা বৃদ্ধি হল, কারা এই হামলায় যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনানুগ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।