প্রয়াত জোয়াকিম

প্রয়াত হলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জোয়াকিম বাক্সলা। সোমবার হায়দরাবাদের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০১:৫৪
Share:

প্রয়াত: জোয়াকিম বাক্সলা

প্রয়াত হলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জোয়াকিম বাক্সলা। সোমবার হায়দরাবাদের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছেন। পেটের সমস্যার চিকিৎসা করাতে হায়দরাবাদে গিয়েছিলেন তিনি। এ দিনই ছাড়া পাওয়ার কথা ছিল তাঁর। তার আগে সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ১৯৯৭ সালে আরএসপির টিকিটে আলিপুরদুয়ারের সাংসদ হন জোয়াকিম। ২০০৮ পর্যন্ত সাংসদ ছিলেন। ২০১২-তে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে চা বাগানে সংগঠনের দায়িত্বে ছিলেন। তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মা বলেন, ‘‘এক লড়াকু নেতাকে হারালাম।’’ আরএসপির প্রাক্তন বিধায়ক নির্মল দাস বলেন, ‘‘দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীকে হারালাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement