Hasnabad TMC

দলীয় সভা সেরে ফেরার পথে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলা হাসনাবাদে! ঘটনাস্থলে পুলিশবাহিনী

আক্রান্ত নেতার নাম আমিরুল ইসলাম। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল রবিবার রাত প্রায় পৌনে ৯টা নাগাদ একটি দলীয় কর্মসূচি থেকে ফিরছিলেন। সে সময় আচমকা তাঁর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ২২:৫৯
Share:

হাসনাবাদে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলা! উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। — নিজস্ব চিত্র।

দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলা চালাল পাঁচ দুষ্কৃতী! রবিবার রাতে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আক্রান্ত নেতার নাম আমিরুল ইসলাম। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল রবিবার রাত প্রায় পৌনে ৯টা নাগাদ একটি দলীয় কর্মসূচি থেকে ফিরছিলেন। সে সময় আচমকা তাঁর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। আক্রান্ত নেতার কথায়, হাসনাবাদ থানার অন্তর্গত খোশালের মোড় এলাকার কাছে হঠাৎ তাঁর পথ আটকে দাঁড়ায় পাঁচ দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

কোনও মতে প্রাণ বাঁচিয়ে স্থানীয় একটি ক্লাবের ভিতরে গিয়ে আশ্রয় নেন আমিরুল। কিছু ক্ষণের মধ্যেই এলাকায় আরও লোক জড়ো হয়ে যায়। সকলে মিলে আমিরুলকে ক্লাব থেকে বার করে মারতে উদ্যত হন বলে দাবি। এর মাঝে হাসনাবাদ থানায় ফোন করে গোটা ঘটনা জানান আমিরুল। সঙ্গে সঙ্গে হাসনাবাদ থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। পৌঁছোন আমিরুলের অনুগামীরাও। সব মিলিয়ে রবিবার রাতে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

Advertisement

আমিরুল বলেন, ‘‘হাসনাবাদ থেকে বাড়ি ফিরছিলাম। সে সময় পৌনে ৯টা নাগাদ কিছু লোক আমার গাড়ি আটকে ভাঙচুর করে। আমার উপর অতর্কিতে আক্রমণ করা হয়। আমি পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’’ তাঁর কথায়, ওই এলাকার কিছু দুষ্কৃতীর নানা অপরাধমূলক কাজের বিরুদ্ধে তিনি আগেও হাসনাবাদ থানায় অভিযোগ করেছিলেন। তারই প্রতিশোধ নিতে দলবল নিয়ে তারা আমিরুলের উপর চড়াও হয় বলে দাবি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন তৃণমূলের ওই নেতার উপর হামলা চালানো হল, কারা ওই ঘটনায় জড়িত, সে সব খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement