SIR in Bengal

হাতে মাত্র পাঁচ দিন! পশ্চিমবঙ্গে প্রায় শেষ এনুমারেশন ফর্ম বিলির কাজ, সব চেয়ে পিছিয়ে কোন কোন রাজ্য?

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৯৯.৯৭ শতাংশ, অর্থাৎ ৭,৬৬,১৬,৮৪০টি ফর্ম বিলি করা হয়েছে। ডিজিটাইজ় হয়েছে ৭,৬১,৯৬,৮৭১টি ফর্ম (৯৯.৪৩ শতাংশ)।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আগামী ১১ ডিসেম্বর শেষ হচ্ছে এনুমারেশন প্রক্রিয়া। হাতে মাত্র পাঁচ দিন বাকি। সেই আবহেই নির্বাচন কমিশন হিসাব দিয়ে জানাল, পশ্চিমবঙ্গে এনুমারেশনের কাজ প্রায় শেষ। আর মাত্র ২০ হাজার ফর্ম বিলি করা বাকি। ডিজিটাইজ়েশন করা বাকি মাত্র ০.৫৭ শতাংশ ফর্ম। দেশের বাকি রাজ্যগুলির মধ্যে সব থেকে পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ।

Advertisement

পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ। তার প্রথম ধাপ, অর্থাৎ এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার জন্য আগামী ১১ ডিসেম্বর অবধি সময় দেওয়া হয়েছে। শেষ পর্বে তাই পুরোদমে এনুমারেশন ফর্ম বিলি, সংগ্রহ এবং ডিজিটাইজ়েশনের কাজ চলছে। শনিবার দুপুরে নির্বাচন কমিশন পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট ৫০ কোটি ৯৩ লক্ষের বেশি ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। ডিজিটাইজ় হয়েছে ৪৯ কোটি ফর্ম।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৯৯.৯৭ শতাংশ, অর্থাৎ ৭,৬৬,১৬,৮৪০টি ফর্ম বিলি করা হয়েছে। ডিজিটাইজ় হয়েছে ৭,৬১,৯৬,৮৭১টি ফর্ম (৯৯.৪৩ শতাংশ)। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯। অর্থাৎ আর মাত্র ২০ হাজার ভোটারের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছনো বাকি।

Advertisement

লক্ষদ্বীপ, রাজস্থান, গোয়া এবং আন্দামান ও নিকোবরে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। লক্ষদ্বীপ ও রাজস্থানে ১০০ শতাংশ ফর্মের তথ্য ডিজিটাইজ়ও হয়ে গিয়েছে। কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তীসগঢ় এবং উত্তরপ্রদেশে ৯৯ শতাংশেরও বেশি ফর্ম বিলি হয়েছে। তবে এখনও পর্যন্ত ডিজিটাইজ়েশনের কাজে সবচেয়ে পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে ৯৪.০৪ শতাংশ ফর্মের ডিজিটাইজেশন হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement