কানকিতে ট্রেন থেকে ঝাঁপ, জখম আসামী

ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে জখম হলেন এক বিচারাধীন আসামী। শুক্রবার রাতে চাকুলিয়া থানার কানকি এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম জেকব মুর্মু ওরফে রাজেশ টুডু। কাশ্মীরের একটি বাড়িতে কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনায় জড়িত বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০২:১৫
Share:

ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে জখম হলেন এক বিচারাধীন আসামী। শুক্রবার রাতে চাকুলিয়া থানার কানকি এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম জেকব মুর্মু ওরফে রাজেশ টুডু। কাশ্মীরের একটি বাড়িতে কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনায় জড়িত বলে অভিযোগ। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থানার পুলিশের সহযোগিতায় জম্মু-কাশ্মীর পুলিশ তাকে গ্রেফতার করে শুক্রবার তাকে আদালতে পেশ করার পরই অন্তর্বর্তী পুলিশ হেফাজতে কাশ্মীরে নিয়ে যাচ্ছিল। সেখানেই শৌচাগারে যাওয়ার আছিলায় ট্রেন থেকে ঝাঁপ দেয় সে।

Advertisement

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কানকি ও পরে ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারা গিয়েছে, রবিবার তাঁর পরিবারের লোকেরাও রওনা দিয়েছেন। এমনকী, ঘটনার খবর পেয়ে রবিবার পঞ্জাব পুলিশও ইসলামপুরে পৌঁছয়। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অমিতকুমার ভারত রাঠৌর বলেন, ‘‘আলিপুরদুয়ার থেকে কাশ্মীরে নিয়ে যাওয়ার পথে ট্রেন ঝাঁপ দিয়ে আহত হয়েছে ওই অভিযুক্ত। তার মাথায় আঘাত রয়েছে। তাকে ইসলামপুর হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।’’

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে চাকুলিয়ার কানকি এলাকাতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতেন দেখেন স্থানীয় বাসিন্দারা। এর পরই তাকে উদ্ধার করে কানকি হাসপাতালে ভর্তি করে। তবে পুলিশকে ওই যুবক জানিয়েছে দিল্লি যাওয়ার পথে টিকিট না থাকায় রেল পুলিশ তাকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে দেয়। এরপরই তাকে ধাক্কা দিয়েও ট্রেন থেকে ফেলে দেয়। ওই যুবকের মাথায় আঘাত লেগেছে। তাকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুরো বিষয়টি পুলিশের কাছে বিশ্বাসযোগ্য ছিল না। এরপরই আলিপুরদুয়ার থানার সঙ্গে যোগাযোগ করে চুরির ঘটনা সম্পর্কে জানতে পারে। পুলিশ জানিয়েছে, হাতে হাতকড়া পরানো থাকায় ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিজের নাম গোপন করে কানকি হাসপাতালে ভর্তি হলেও তাকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, কাশ্মীরে একটি বাড়িতে পরিচালকের কাজ করত সে। সেখানে বাড়ির লোকেদের অনুস্থিতিতে ল্যাপটপ, মূল্যবান সামগ্রী সহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে পালিয়েছিল। এরপরই বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে তাকে আলিপুরদুয়ার থেকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ। আহত যুবক জানিয়েছে, তাকে মিথ্যা চুরির ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। তবে তার কথায়, ‘‘এ দিন রাতে শৌচাগারে যাব বলে দরজার কাছে এসেছিলাম। হঠাৎই ট্রেনটি একটু ধীর গতিতে চলছিল মনে হল। তাদের হাত থেকে ছিটকে এক ঝাঁপ দিই জঞ্জালের মধ্যে। আর বেশি কিছু মনে নেই। তবে জ্ঞান যখন ফিরল, দেখলাম রক্তাক্ত অবস্থায় হাসপাতালে রয়েছি।’’

জানা গিয়েছে, তাকে দ্রুত সুস্থ করার চেষ্টা চালানো হচ্ছে। সুস্থ হলেই ফের তাকে কাশ্মীর নিয়ে যাওয়া হবে। রবিবার দুপুরে কাশ্মীর পুলিশও ইসলামপুর হাসপাতালে পৌঁছে গিয়েছে। ওই যুবকের বাড়ির লোকেরাও এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন