Kali Puja 2021

Kali Puja: দুয়ারে দীপান্বিতা! সুসজ্জিত ট্রাকে শহর পরিক্রমা কালী প্রতিমার

‘দুয়ারে দীপান্বিতা’-র বাস্তবায়নে একটি ট্রাককে মণ্ডপসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। ওই ট্রাকে চেপেই এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছে প্রতিমা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২৩:১০
Share:

নিজস্ব ছবি

সুসজ্জিত ট্রাকে শহর পরিক্রমা করছে কালী প্রতিমা। শুক্রবার দুপুরে এই দৃশ্যই দেখা গেল ধূপগুড়ি শহরে। শহর ছাড়িয়ে গ্রাম, অলিগলি ঘুরে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছেন দেবী। শুরু থেকে এমন পরিকল্পনাই ছিল। তা মাথায় রেখেই এ বারের পুজোর থিমের নাম ‘দুয়ারে দীপান্বিতা’ দিয়েছে ধূপগুড়ির মুক্তিদূত সঙ্ঘ।

Advertisement

‘দুয়ারে দীপান্বিতা’-র বাস্তবায়নে একটি ট্রাককে মণ্ডপসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। ওই ট্রাকে চেপেই এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছে প্রতিমা। কালীপুজোর চার দিন দুপুর ১২টা থেকে শুরু হবে সেই যাত্রা। বিকেল ৪টে পর্যন্ত। পুজো কমিটির সম্পাদক রতন বাসফোর বলেন, ‘‘অতিমারিতে সবাই হয়ত বাড়ি থেকে বার হবেন না। তাঁদের জন্যই আমাদের এই ভাবনা। আমরা মণ্ডপ নিয়ে হাজির হব শহরের বিভিন্ন প্রান্তে।’’

মণ্ডপ চলমান হবে বলেই মাটির কাজ এড়িয়ে গিয়েছেন শিল্পী তাপস মালিক। চন্দননগরের বাসিন্দা তিনি। আর্ট নিয়ে প্রথমে রবীন্দ্রভারতী থেকে স্নাতক, পরে আর্ট ও ক্রাফ্টস নিয়ে হায়দরাবাদের সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পড়াশোনা করেছেন তাপস। তাঁর এই কাজ যথেষ্ট প্রশংসিতও হয়েছে এলাকায়।

Advertisement

ধূপগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ বলেন, ‘‘শহরের প্রত্যেক মানুষের দুয়ারে প্রতিমা নিয়ে পৌঁছে যাওয়ার এই পরিকল্পনা সত্যিই অভিনব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement