চিকিৎসায় সাড়া দিচ্ছেন কৃষ্ণেন্দু

দিন চারেক আগেই হৃদযন্ত্রের সফল অস্ত্রোপচার হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। তিনি চিকিৎসাধীন রয়েছেন দুর্গাপুরের মিশন হাসপাতালে কার্ডিওথোরাসিক সার্জেন সত্যজিৎ বসুর অধীনে।

Advertisement
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০২:০৯
Share:

দিন চারেক আগেই হৃদযন্ত্রের সফল অস্ত্রোপচার হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। তিনি চিকিৎসাধীন রয়েছেন দুর্গাপুরের মিশন হাসপাতালে কার্ডিওথোরাসিক সার্জেন সত্যজিৎ বসুর অধীনে। শনিবার তিনিই অস্ত্রোপচার করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন কৃষ্ণেন্দুবাবু। তাঁর দাদা শুভেন্দু চৌধুরী বলেন, ‘‘এ দিন উঠে দাঁড়িয়েছে কৃষ্ণেন্দু।’’ কৃষ্ণেন্দুবাবুকে আরও সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement