শিলিগুড়ির চিঠি

ভোট মিটল, পরিচ্ছন্ন হোক শহরের মুখ

ভোট মিটে গিয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচারের প্রয়োজনও আপাতত ফুরিয়েছে। সেই মতো কিছু জায়গায় কয়েকটি রাজনৈতিক দলের তরফে প্রচার হোর্ডিং, ব্যানার সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুও হয়েছে হাতে গোনা কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্যোগে।

Advertisement
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৫ ০২:০৫
Share:

শিলিগুড়ি শহরে এখনও রয়েছে বহু হোর্ডিং।

ভোট মিটে গিয়েছে।

Advertisement

শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচারের প্রয়োজনও আপাতত ফুরিয়েছে। সেই মতো কিছু জায়গায় কয়েকটি রাজনৈতিক দলের তরফে প্রচার হোর্ডিং, ব্যানার সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুও হয়েছে হাতে গোনা কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্যোগে। কিন্তু বলতে দ্বিধা নেই অধিকাংশ ওয়ার্ডেই সেই প্রক্রিয়া শুরু হয়নি। তা ছাড়া একাধিক রাজনৈতিক দলের তরফে এক একটি ওয়ার্ডে প্রচারে নানা ঘটাও করা হয়েছিল। সেখানে রঙ বেরঙের পোস্টার, পতাকা, হোর্ডিং, ব্যানার শোভা পাচ্ছে। তা সরাতে এখনও কোনও উদ্যোগ নেই।

শহরের বিধান মার্কেট এলাকা, হিলকার্ট রোডের দু’ধারের ওয়ার্ডগুলি, শক্তিগড় এলাকা, সেবক রোডের দু’ধারে শহর জুড়েই প্রচার হোর্ডিং, বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা লাগানো রয়েছে যত্রতত্র। তা নিয়ে এলাকার বাসিন্দাদের একাংশের অসন্তোষও রয়েছে। কিন্তু বলার মতো জায়গা না থাকায় সে সব তাঁরা কোথাও বলে উঠতে পারছেন না।

Advertisement

অনেকে পুনর্নির্বাচনের প্রসঙ্গ তুলতেই পারেন। কিন্তু সে তো সব ওয়ার্ডের ক্ষেত্রে নেই। হাতে গোনা একটি ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি উঠেছে বলে শুনেছি। তা হলে বাকি ওয়ার্ডগুলির অলিগলিতে যে হোর্ডিং, ব্যানার, পোস্টারের ছয়লাপ রয়েছে সেগুলি অনেক ক্ষেত্রেই দিনের পর দিন ধরে শহরময় রয়ে যেতে দেখা যায়।

অতীতেও শহরের বসিন্দাদের সেই অভিজ্ঞতা রয়েছে। এমনকী এক পুরভোট পেরিয়ে আরেক পুরভোট পর্যন্ত দেওয়াল লিখন অনেকেই দেখে থাকবেন। সে কারণেই দৃশ্যদূষণ রুখতে ওই সমস্ত হোর্ডি, ব্যানার অবিলম্বে খুলে শহরকে পরিচ্ছন্ন করা উচিত।

শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন বাসিন্দারা তাই চান ভোট ফুরলে রাজনৈতিক দলগুলি যেন স্বতঃপ্রণোদিত ভাবে এই দৃশ্য দূষণ রুখতে ব্যবস্থা নেয়। চার থেকে ছয় সাত জন প্রতিনিধিও এক একটি ওয়ার্ডে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট প্রচারে তাঁদের ব্যানার পোস্টার হোর্ডিংয়ে ছয়লাপ হয়ে গিয়েছে। তার সঙ্গে রয়েছে দেওয়াল লিখনও। বেশির ভাগ দেওয়ালে ভোটের প্রচারে বিস্তর লেখা হয়েছে। প্রতীক চিহ্ন আঁকা হয়েছে।

তাতে গোটা শহর জুড়েই দৃশ্যদূষণ তো হয়েইছে। কিন্তু নির্বাচন পর্ব মিটলে এখন যে সেই আবর্জনা সরিয়ে দেওয়া উচিত সে দিকে নজর দেওয়া দরকার। পুরসভা, প্রশাসনের তরফেও এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত। কিন্ত সে ব্যাপারে যথার্থ উদ্যোগ অতীতে দেখা যায়নি।

সুরঞ্জনা চৌধুরী, শিলিগুড়ি।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন