বিনোদের পাশে স্থানীয় বিজেপি

দলের জেলা নেতারা দলের কর্মী হিসেবে তাঁকে স্বীকার করছেন না, তবে বিনোদ সরকারের পাশে দাঁড়াচ্ছেন স্থানীয় বিজেপি নেতারা। বিনোদের বাড়ি, ফালাকাটার হরিনাথপুর গ্রামের বিজেপি পঞ্চায়েত সদস্য-সহ বুথের নেতারা অনেকেই জানিয়েছেন, বিনোদ ‘তাঁদেরই লোক’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফালাকাটা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ০৪:৪৫
Share:

স্বস্তিতে: মা কল্পনাদেবীর সঙ্গে ফালাকাটার হরিনাথপুরে নিজের বাড়িতে বিনোদ। ফাইল চিত্র।

দলের জেলা নেতারা দলের কর্মী হিসেবে তাঁকে স্বীকার করছেন না, তবে বিনোদ সরকারের পাশে দাঁড়াচ্ছেন স্থানীয় বিজেপি নেতারা। বিনোদের বাড়ি, ফালাকাটার হরিনাথপুর গ্রামের বিজেপি পঞ্চায়েত সদস্য-সহ বুথের নেতারা অনেকেই জানিয়েছেন, বিনোদ ‘তাঁদেরই লোক’।

Advertisement

আলিপুরদুয়ারের প্রাক্তন জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রী নন্দিনী কৃষ্ণনকে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করার অভিযোগে বিনোদকে রবিবার পুলিশ গ্রেফতার করে। সে দিনই ফালাকাটা থানায় ঢুকে নিখিল নির্মল এবং তাঁর স্ত্রী বিনোদকে মারধর করেছে এমন দৃশ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল। ওই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার পত্রিকা যাচাই করেনি। নন্দিনী কৃষ্ণনকে সোশ্যাল মিডিয়ায় লেখা বিজেপি কর্মী হিসেবে পরিচিত বিনোদের মন্তব্যও ছড়িয়ে পড়েছে, যাকে চূড়ান্ত আশালীন বলে দাবি করছেন অনেকে। যা জেলা নেতাদের অস্বস্তিতে ফেলেছে বলে দাবি বিজেপির অন্দরের।

আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা দলের জাতীয় কাউন্সিলের সভায় দিল্লিতে রয়েছেন। এ দিন দিল্লি থেকে ফোনে বলেন, “বিনোদের বাবা একসময়ে বিজেপি করতেন বলে শুনেছি। তবে আমরা ওর পাশে দাঁড়াচ্ছি না। ও একজন মহিলা সম্পর্কে যা লিখেছে তা মেনে নেওয়া যায় না।” একইসঙ্গে গঙ্গাপ্রসাদ বাবু বলছেন, “জেলাশাসক যা করেছেন তা-ও অন্যায়।” বিজেপি জেলা নেতারা এমন কথা বললেও নীচু তলার বিজেপি কর্মীরা অবশ্য বিনোদের পরিবারের পাশেই। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী টুলু ওঁরাও বলেন, “বিনোদ তো আমাদেরই লোক। ভোটের সময় একসঙ্গে প্রচার করলাম। আমরা জেতার পর এখন পঞ্চায়েতের কাজও ওই দেখাশোনা করে।”

Advertisement

প্রায় এক দশক আগে বিনোদের বাবা রাজমোহনবাবু পদ্মফুল চিহ্নে গ্রাম পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়েছিলেন। ভোটে অবশ্য তিনি জেতেননি। তবে বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই এলাকায় পরিচিত তিনি। বিনোদের কাকু রতনবাবুও বললেন, “বিনোদের পরিবারকে বিজেপি সমর্থক পরিবার হিসেবেই গ্রামে চেনে। তবে জেলাশাসকের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।” বিনোদের গ্রাম হরিনাথপুরের পঞ্চায়েত সদস্যা মিনু দেবীর কথায়, “একশো দিনের কাজের খাতাপত্র সব বিনোদই সামলায়। এখন কদিন কাজ করতে পারছে না। ওকে যাঁরা মেরেছে তাঁদের শাস্তি চাই।” বিনোদের পরিবার অবশ্য আপাতত রাজনীতি নিয়ে কোনও মন্তব্য করতে চাইছে না। বিনোদের বাবা রাজমোহনবাবু বলেন, “রাজনীতির সঙ্গে এই ঘটনাকে মেলাবেন না। আমাদের গ্রামের বিজেপি-তৃণমূল সব দলই আমাদের পাশে দাঁড়িয়েছে।”

আপাতত বিনোদ কাণ্ডে চারটি মামলা দায়ের হয়েছে। প্রথম মামলা দায়ের করেছেন ফালাকাটার বিডিও। তাতে বিনোদ সরকারের বিরুদ্ধে প্রাক্তন জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রী নন্দিনী কৃষ্ণন-সহ কয়েকজনকে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করার অভিযোগ রয়েছে। রবিবার ফালাকাটা থানার আইসির ঘরে বিনোদ সরকারকে নিখিল নির্মল এবং তাঁর স্ত্রী মারধর করছেন এমন অভিযোগে পুলিশ একটি জেনারেল ডায়েরি করেছে। তৃতীয়ত, বিনোদের বাবা রাজমোহনবাবু নিখিল নির্মল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মারধরের একটি অভিযোগ দায়ের করেছেন। এই কাণ্ডে শেষ মামলা দায়ের করেছেন নন্দিনী কৃষ্ণন। বিনোদ সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ হয়েছে সেই মামলায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন