লিড না এলে থাকবে না পদ: অরূপ

দলীয় সূত্রের খবর এসবের সন্তোষজনক উত্তর না পেয়ে অরূপবাবু বলেন, ‘‘এ বার দার্জিলিং আসন জিততেই হবে। হারার গ্লানি নিয়ে কলকাতায় গেলে গৌতম দেব এবং আমিও মাথা উঁচু করে কথা বলতে পারব না। নিজের নিজের বুথ জিতে না দেখালে নেতাদের পদ আর থাকবে না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০৭:২৩
Share:

মঞ্চে: শিলিগুড়িতে তৃণমূলের সভায় দার্জিলিং কেন্দ্রের প্রার্থী অমর সিংহ রাই। নিজস্ব চিত্র

দার্জিলিং লোকসভা আসনে বুথে বুথে তৃণমূল প্রার্থীকে জেতাতে না পারলে আগামী দিনে নেতাদের পদ আর থাকবে না বলে হুঁশিয়ারি দিলেন জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। সোমবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মীদের নিয়ে হওয়া নির্বাচনী সভা হয়। সেখানে দলের কর্মীদের কাছে অরূপবাবু জানতে চান, ‘‘কতজন ভোটার তালিকা খুঁটিয়ে দেখেছেন? আর তিন দিনে দেওয়াল লিখন শেষ হবে?’’

Advertisement

দলীয় সূত্রের খবর এসবের সন্তোষজনক উত্তর না পেয়ে অরূপবাবু বলেন, ‘‘এ বার দার্জিলিং আসন জিততেই হবে। হারার গ্লানি নিয়ে কলকাতায় গেলে গৌতম দেব এবং আমিও মাথা উঁচু করে কথা বলতে পারব না। নিজের নিজের বুথ জিতে না দেখালে নেতাদের পদ আর থাকবে না।’’ দলের জেলা সভাপতি গৌতম দেবের সামনেই নেতা-কর্মীদের সাবধান করেছেন তিনি।

অরূপ প্রশ্ন তোলেন, রাজ্য সরকারের এত উন্নয়ন সত্ত্বেও কেন পাহাড়ে এবং সমতলে সেরকম ফল করতে পারছে না তৃণমূল? তিনি জানান, অমর সিংহ রাইয়ের মতো স্বচ্ছ ভাবমূর্তির একজন প্রার্থী কাগজে বিজ্ঞাপন দিলেও আর পাওয়া যাবে না। তাই এ বারই বড় সুযোগ তৃণমূল কর্মীদের সামনে। এ দিন তৃণমূল প্রার্থী অমর সিংহ রাইকে নিয়ে কর্মীদের মুখোমুখি হয়েছিলেন অরূপ-গৌতমরা। এ দিন অরূপবাবু বলার আগে একই কথা বলেন গৌতম দেবও। তাঁর দাবি, তিনি নিজে কোনও ভোটে হারেননি। কিন্তু দিনরাত খেটেও জেলার বিধানসভা এবং লোকসভা আসন তৃণমূলের দিকে আসছে না। গৌতমের কথায়, ‘‘সত্যি দক্ষিণবঙ্গের নেতাদের কাছে এই গ্লানি নিয়ে বার বার দাঁড়াতে পারছি না। জেলার ক্যাপ্টেন হিসেবে এই দায় অস্বীকার করতে পারি না।’’ বুথে জেতার জন্য কর্মীদের আরও একটু কৌশলগতভাবে চলার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর দাবি, চোপড়া থেকে ৪০ হাজার লিড দেওয়া হবে বলে বলে জানানো হয়েছে। তা বাদ দিলে দার্জিলিং কেন্দ্রের সমতলে ৮০০ বুথ রয়েছে, সেগুলোয় ভোট এককাট্টা করতে হবে। কর্মীদের গৌতম বলেন, ‘‘কেন আমরা পারছি না, কারণ খুঁজে বের করুন। নিজের বুথে বাড়ি বাড়ি যান। সাধারণ মানুষের যে ক্ষোভ-বিক্ষোভ রয়েছে, তা খাতা পেন নিয়ে লিখে নিন। সরকারি পরিষেবা কারা কারা পাননি, কেন পাননি তা নিয়ে রিপোর্ট দিন আমাদের।’’

Advertisement

জেলার নেতারা জানান, প্রায় দেড় মাস আগে থেকে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। শাখা সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয়েছে, দলের বর্ধিত সভা, কোর কমিটির বৈঠক হয়েছে। প্রায় এক মাস আগে কর্মীদের ভোটার তালিকা দেওয়া হয়েছে। অমর সিংহ রাই জানান, একদিকে বর্তমান সাংসদের অনুপস্থিতির কথা এবং অন্য দিকে পাহাড়ে শান্তি ফিরিয়ে এনে রাজ্য সরকারের উন্নয়নের কথা বলেই ভোটের প্রচার হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন