খগেন ফিরলেন, চিন্তা আদিবাসী ভোট নিয়ে

তিনি এলাকার বিধায়ক। তার উপর আদিবাসী সমাজের মুখ। সব কিছু ভেবেই সিপিএম ছেড়ে আসা খগেন মুর্মুকে উত্তর মালদহে প্রার্থী করেছিল বিজেপি। অথচ তাঁকে স্বাগত জানানোর জন্য মালদহ স্টেশনে আদিবাসী সমাজের কেউই হাজির ছিলেন না। বিষয়টি চিন্তায় ফেলে দিয়েছে জেলা বিজেপি নেতাদের।   

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

মালদহ শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০৫:৩১
Share:

প্রচারে খগেন মুর্মু। নিজস্ব চিত্র

তিনি এলাকার বিধায়ক। তার উপর আদিবাসী সমাজের মুখ। সব কিছু ভেবেই সিপিএম ছেড়ে আসা খগেন মুর্মুকে উত্তর মালদহে প্রার্থী করেছিল বিজেপি। অথচ তাঁকে স্বাগত জানানোর জন্য মালদহ স্টেশনে আদিবাসী সমাজের কেউই হাজির ছিলেন না। বিষয়টি চিন্তায় ফেলে দিয়েছে জেলা বিজেপি নেতাদের।

Advertisement

খগেনকে স্বাগত জানাতে এ দিন স্টেশনে বিজেপির কয়েকশো নেতা-কর্মী হাজির ছিলেন। কিন্তু আদিবাসী সমাজের মানুষ ছিল হাতেগোনা। যাঁরা ছিলেন তাঁরা মূলত নাচের দল। এ ব্যাপারে বিজেপির জেলা নেতৃত্বের সাফাই, স্টেশনে দলীয় প্রার্থীকে স্বাগত জানাতে এ দিন সংগঠিত ভাবে কোনও কর্মসূচি নেওয়া হয়নি। এ দিকে, এ দিন স্টেশন থেকে পদযাত্রা করে দলের জেলা কার্যালয়ে আসেন খগেন। দলের জেলা নেতৃত্বের সঙ্গে পরিচিতি পর্ব শেষ করে বিকেলে তিনি সাহাপুরের সেতুমোড়ে নিজে দেওয়াল লিখনে হাত লাগান।

উত্তর মালদহ আসনে আদিবাসী ভোট অন্যতম একটা ফ্যাক্টর। প্রশাসনিক সূত্রে খবর, এই আসনে প্রায় ৩৫ শতাংশ ভোটার আদিবাসী সমাজের। গত পঞ্চায়েত নির্বাচনে এই লোকসভা এলাকার আদিবাসী অধ্যুষিত ব্লকগুলিতে ভাল ফল করেছিল বিজেপি। আদিবাসী অধ্যুষিত হবিবপুর ও বামনগোলা ব্লকের পঞ্চায়েত সমিতি আসন দু’টি দখল করে তারা। এছাড়া, গাজল ও পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতিতেও বিজেপি ভাল ফল করে বিরোধী হিসেবে। এছাড়া, চাঁচল ২ ও হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের আদিবাসী এলাকায় ভাল ফল হয় তাদের। বিজেপি সূত্রে খবর, একে বিধায়ক। তার উপর আদিবাসী সমাজের মুখ হওয়ায় বিজেপির শীর্ষ নেতৃত্ব উত্তর মালদহের প্রার্থী হিসেবে খগেনকেই বেছে নেন। যদিও তাকে প্রার্থী করার পরেই গাজল ব্লকে খগেনের বিরুদ্ধে ফ্লেক্স ঝোলানো হয়। পাশাপাশি ক্ষোভ-বিক্ষোভও দেখা দেয় দলেরই একাংশ নেতা-কর্মীদের মধ্যে।

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিকে, এই ক্ষোভ-বিক্ষোভের মাঝেই এ দিন বেলা দেড়টা নাগাদ কলকাতা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালদহে আসেন খগেন। তাঁকে স্বাগত জানাতে স্টেশনে আগে থেকেই হাজির হন কয়েকশো কর্মী ও সমর্থক। ছিলেন দলের জেলা সভাপতি সঞ্জিত মিশ্র থেকে শুরু করে গোপাল সাহা, সুদীপ্ত চট্টোপাধ্যায়ের মত জেলা নেতারাও। কিন্তু খগেন আদিবাসী সমাজের মুখ হলেও এ দিন স্টেশনে সেভাবে আদিবাসী দলীয় কর্মী-সমর্থকদের দেখা যায়নি। শুধু ধামসা-মাদল নিয়ে কিছু আদিবাসী শিল্পী ও আদিবাসী মহিলা কিছু নৃত্যশিল্পী ছিলেন।

দলীয় সূত্রে খবর, এ দিন আদিবাসী অধ্যুষিত বামনগোলা, হবিবপুর থেকে বাস, ছোট গাড়ি, ট্রেকার, ম্যাজিক ভ্যান করে কয়েকশো কর্মী-সমর্থক এলেও সেখানে আদিবাসীদের সংখ্যা ছিল হাতেগোনা।

যদিও বিজেপির জেলা সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, ‘‘খগেনকে স্বাগত জানাতে এ দিন স্টেশনে দলের তরফে সংগঠিত ভাবে কাউকে আনা হয়নি। খগেন আসছেন জেনে উৎসাহী কর্মী-সমর্থকরা স্টেশনে গিয়েছিলেন। আদিবাসী ভোট এ বার আমরাই পাব।’’ খগেন বলেন, ‘‘উত্তর মালদহ আসনে আমি প্রার্থী হলেও আসল প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই আমাদের মুখ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন