Kangana Ranaut

নির্বাচনের ফলাফলের দিন বাড়িতে পুজো! মায়ের হাতে দই-মিষ্টি খেয়ে কী বললেন কঙ্গনা?

এলাকারই এক মন্দিরেও পৌঁছে যান কঙ্গনা। সেখান থেকে কিছু ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন। সঙ্গে যান কঙ্গনার মা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ১২:৫০
Share:

মায়ের সঙ্গে কঙ্গনা। ছবি-সংগৃহীত।

রাজনীতির ময়দানে পা রেখেই লোকসভা নির্বাচনে লড়ার টিকিট পেয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মণ্ডী কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী তিনি। আজ, অর্থাৎ মঙ্গলবার নির্বাচনের ফলাফল। সেই উপলক্ষে সকালেই নিজের বাড়িতে পুজো করে দিনটা শুরু করেছেন বলিউডের ‘কুইন’। এলাকার এক মন্দিরেও পৌঁছে যান কঙ্গনা। সেখান থেকে কিছু ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন। সঙ্গে যান কঙ্গনার মা।

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে, কঙ্গনাকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দিচ্ছেন তাঁর মা। ক্যাপশনে অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী লিখছেন, ‘‘মা হলেন ইশ্বরের রূপ। আজ আমার মা আমায় দই-মিষ্টি খাওয়ালেন।’’

মঙ্গলবার, মন্দিরে পুজো দেওয়ার পরে সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, ‘‘পুরো দেশে মোদীর ঝড়ই বইছে। আগেও তা-ই বলেছিলাম। আমাদের হিমাচল প্রদেশেও একই চিত্র। আমার সৌভাগ্য যে, বিজেপি এক মেয়েকে লড়ার সুযোগ দিয়েছে।’’

Advertisement

ভোটগণনায় প্রথম রাউন্ডের পর পিছিয়ে ছিলেন কঙ্গনা। এগিয়ে ছিলেন কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিংহ। কিন্তু বেলা গড়াতেই উল্টো দিকে ঘুরতে থাকে ফলাফল। এই মুহূর্তে এগিয়ে আছেন তিনি। তবে শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কোন দিকে ঘোরে, তা সময় বলবে।

রাজনীতির ময়দানে কিছু দিন আগে পা রাখলেও, রাজনৈতিক বিষয় নিয়ে প্রায়ই মন্তব্য করতেন অভিনেত্রী। বিভিন্ন বিষয়ে নরেন্দ্র মোদীর সমর্থনে সমাজমাধ্যমে সরবও হতেন কঙ্গনা। তাই লোকসভা নির্বাচনে টিকিট পাওয়ার পর থেকেই একের পর এক প্রচার করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement