বিমলের তোপ, পাল্টা জবাব দিলেন বিনয়

বিনয় চেয়ারম্যান পদে ইস্তফা দিলে জিটিএ-তে প্রশাসনিক কর্তা বসিয়ে দেওয়া হবে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। জিটিএ-র ভাইস চেয়ারম্যান পদে আছেন অনীত থাপা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ০৪:৩৬
Share:

জিটিএ-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান পদে থেকেই বিনয় তামাং বিধানসভার উপনির্বাচনে লড়তে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশাসনের কর্তাদের একাংশ বলছেন, চেয়ারম্যান পদে ইস্তফা দিয়ে তবেই মনোনয়নপত্র জমা দিতে হবে বিনয়কে। অন্য অংশের মতে, স্বশাসিত সংস্থার চেয়ারম্যান হওয়ায় ইস্তফা না দিয়েও ভোটে লড়তে পারবেন তিনি। দার্জিলিংয়ের জেলাশাসক জয়সী দাশগুপ্ত বলেন, ‘‘এ ক্ষেত্রে আইন খতিয়ে দেখতে হবে। জিটিএ-র চেয়ারম্যান প্রার্থী হবেন কি না, সেটা জানি না। তবে মনোনয়ন জমা দেওয়ার সময় সব প্রার্থীর ক্ষেত্রেই আইন মেনে সব দিক খতিয়ে দেখা হয়।’’

Advertisement

বিনয় চেয়ারম্যান পদে ইস্তফা দিলে জিটিএ-তে প্রশাসনিক কর্তা বসিয়ে দেওয়া হবে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। জিটিএ-র ভাইস চেয়ারম্যান পদে আছেন অনীত থাপা। বিনয় ইস্তফা দিলে তিনি জিটিএ-র দায়িত্ব পেতে পারেন বলেও মনে করছেন মোর্চা নেতাদের একাংশ। যদিও মোর্চা সূত্রে জানা গিয়েছে, বিনয় ইস্তফা দিলে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনে চলবেন তাঁরা। রাজ্য সরকার তখন ওই পদে প্রশাসক বসাতে পারে, এমন খবরও জল্পনায় রয়েছে। বিনয় তামাং বলেন, ‘‘আইনজীবীদের সঙ্গে কথা বলে ওই বিষয়ে সিদ্ধান্ত নেব। যা করব, সবটাই আইন মেনে করব।’’

অন্য দিকে, এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে বিমল গুরুংয়ের একটি অডিয়ো বার্তা। সেখানে বিনয় তামাংয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন বিমল। বিনয়কে ভোটে হারানোর জন্য পাহাড়বাসীদের একজোট হওয়ার ডাক দেন তিনি। বিমলের অভিযোগ, বিনয়ের পরিকল্পনাতেই পাহাড়ের বহু নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করা হয়েছে। বিনয়কে ‘তৃণমূল প্রার্থী’ বলেও কটাক্ষ করেন তিনি। পাল্টা অভিযোগ তুলে বিমলকে একহাত নেন বিনয়ও। তিনি বলেন, ‘‘লুকিয়ে থেকে পাহাড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিমল। আগেই উনি পাহাড়ের অনেক ক্ষতি করেছেন। আইন ওকে উপযুক্ত শাস্তি দেবে।’’ বিমলকে পাহাড়ে এসে ভোট প্রচার করার চ্যালেঞ্জও জানান বিনয়।

Advertisement

এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী বিনয়ের বিরুদ্ধে এর মধ্যেই ‘বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগ তুলেছেন বিমল। লোকসভা ভোটের আগে তিনি পাহাড়ে আসার চেষ্টায় আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। সেই মামলার শুনানি এখনও চলছে। আজ, বৃহস্পতিবার ফের শুনানি রয়েছে হাইকোর্টের সার্কিট বেঞ্চে। এ বারে বিনয় দার্জিলিং বিধানসভা কেন্দ্রে প্রার্থী হবেন— এই ঘোষণার পরে বিমলের নতুন ভিডিয়ো সামনে এসেছে এ দিন। সেখানে বিনয়ের প্রতি সরাসরি বিষোদ্গারের মাত্রা বেড়েছে। তাই দেখে বিনয়পন্থীদের বক্তব্য, পাহাড়ে ফিরতে না পেরেই হতাশ হয়ে পড়েছেন বিমল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন