ভূমিকন্যাতেই আস্থা বামের

দলীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন মনোহর তিরকে। ফলে দলের কাজে এই মুহূর্তে সে ভাবে দৌড়ঝাঁপ করতে পারছেন না তিনি। এই অবস্থায় এ বারের তাঁর মেয়ে মিলি ওরাওঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ০৮:২৩
Share:

মিলি ওরাওঁ।

আরএসপি নেতা তথা প্রাক্তন সাংসদ মনোহর তিরকের মেয়ে মিলি ওরাওঁ-কে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করল বামেরা। শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে ঘোষণা করা হয়, আলিপুরদুয়ারে আরএসপি প্রার্থী হবেন মিলি। খবর পাওয়ার পরেই মিলির সাফ কথা, “আমি জিতবই।” ২৮ মার্চ তাঁর সমর্থনে আলিপুরদুয়ার শহরে একটি জনসভা করবে বামফ্রন্ট। যেখানে থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু।

Advertisement

১৯৭৭ সাল থেকেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী দিচ্ছে আরএসপি। গতবার অর্থাৎ ২০১৪ সাল বাদ দিলে প্রতিবারই আরএসপি প্রার্থীরা এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। ২০০৯ সালে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে জিতেছিলেন মনোহর তিরকে। ২০১৪ সালেও আরএসপি তাঁকে প্রার্থী করেছিল। রাজ্যে পালা বদলের পরে অনেক জায়গার মতোই আলিপুরদুয়ারেও বামেদের শক্তি ক্ষয় হতে শুরু করে। তবে এই অবস্থাতেও ২০১৪ সালে বাম প্রার্থী মাত্র ২১ হাজার ভোটে হেরেছিলেন তৃণমূল প্রার্থীর কাছে।

দলীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন মনোহর তিরকে। ফলে দলের কাজে এই মুহূর্তে সে ভাবে দৌড়ঝাঁপ করতে পারছেন না তিনি। এই অবস্থায় এ বারের তাঁর মেয়ে মিলি ওরাওঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সূত্রের খবর, মিলির স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকেন। কিন্তু মিলি মাঝেমধ্যেই সাঁতালি চা বাগানের বাড়িতে এসে থাকেন।

আরএসপির জেলা সম্পাদক সুনীল বণিক বলেন, “মিলিও আরএসপি পরিবারের সদস্য৷ চা বাগানে বড় হয়েছেন৷ ছোটবেলা থেকে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত৷ কলকাতায় থাকলেও সেখানে দলের মহিলা সংগঠনের সঙ্গে যুক্ত৷ সব দিক থেকেই উনি যোগ্য প্রার্থী৷” মিলি বলেন, “বাবার আশীর্বাদেই আজ আমি এই জায়গায়৷ তবে দল যে এত বড় দায়িত্বের জন্য আমায় যোগ্য মনে করেছে, সে জন্য গর্ব অনুভব হচ্ছে৷ দলের নেতাদের ধন্যবাদ৷” একই সঙ্গে তিনি বলেন, “সারা বছর মানুষের পাশে একমাত্র বামপন্থীরাই থাকে৷ তাই মানুষ আমাকেই জেতাবেন৷”

এ দিকে শুক্রবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে বামফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে প্রচারের কৌশল ঠিক করা হয়৷ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট আহ্বায়ক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় জানান, লোকসভা নির্বাচনের আগে জেলায় সবচেয়ে বড় জনসভাটি হবে আগামী ২৮ মার্চ। আলিপুরদুয়ার শহরে আয়োজিত ওই জনসভায় বক্তা হিসেবে বিমান বসু ছাড়াও থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন