বুথে আরও বেশি কমিটি গড়ার নির্দেশ

নির্বাচনের আগে তাই জেলার বুথগুলিতে যত বেশি সম্ভব কমিটি গড়তে বিভিন্ন ব্লকের নেতাদের নির্দেশ দিয়েছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০২:৫৬
Share:

প্রতীকী ছবি।

বামেদের সঙ্গে আসন সমঝোতা ভেস্তে যাওয়ায় উচ্ছ্বাস আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের অন্দরে। আর সেই উচ্ছ্বাসকে কাজে লাগিয়েই এ বার লোকসভা নির্বাচনে নিজেদের শক্তি যতটা বেশি সম্ভব বৃদ্ধি করতে মরিয়া জেলা কংগ্রেসের নেতারা। নির্বাচনের আগে তাই জেলার বুথগুলিতে যত বেশি সম্ভব কমিটি গড়তে বিভিন্ন ব্লকের নেতাদের নির্দেশ দিয়েছেন তাঁরা।

Advertisement

লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলিপুরদুয়ারে শুরু থেকেই আপত্তি ছিল কংগ্রেস নেতা-কর্মীদের একটা বড় অংশের। গত বিধানসভা নির্বাচনে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর আবেদন শুনে আলিপুরদুয়ার কেন্দ্রে তিন বাম শরিক কংগ্রেস প্রার্থীকে সমর্থন করলেও, আরএসপি আলাদা প্রার্থী দাঁড় করায়। আর সেই কারণেই মূলত এ বার লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে বামফ্রন্টের আরএসপি প্রার্থীকে সমর্থন জানাতে মূল আপত্তি ছিল কংগ্রেসের। আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরুর আগে থেকেই জেলার কংগ্রেস নেতারা তাঁদের এই আপত্তির কথা প্রদেশ নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন।

এই অবস্থায় বামেদের সঙ্গে আসন সমঝোতা শেষ পর্যন্ত ভেস্তে যাওয়ায় রীতিমত উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে কংগ্রেস শিবিরে। সোমবার এআইসিসি-র (অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি) তরফে ঘোষণার আগেই দলের জেলা শীর্ষ নেতারা আলিপুরদুয়ারের কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করে দেন। তাঁকে নিয়ে পার্টি অফিসেই আবির খেলায় মেতে ওঠেন নেতা-কর্মীরা। জেলা কংগ্রেস নেতারা চাইছেন, দলের নেতা-কর্মীদের এই বাড়তি উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ার কেন্দ্রে নিজেদের সাংগঠনিক শক্তিকে যতটা বেশি সম্ভব বৃদ্ধি করতে৷

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এক সময়ে আলিপুরদুয়ার জেলার বেশ কিছু জায়গায় কংগ্রেসের কিছুটা শক্তি থাকলেও সময় যত এগিয়েছে, ততই তা ক্ষয় পেয়েছে৷ খাস কংগ্রেস সূত্রের খবর, গত জানুয়ারি মাসে দলের তৎকালীন জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকারের প্রয়াণের পরে সেই শক্তি আরও হ্রাস পায়। অনেক জায়গাতেই বুথ কমিটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই অবস্থায় জেলা নেতারা চাইছেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যত বেশি সম্ভব বুথে কমিটি গড়ে তুলতে৷

জেলা কংগ্রেসের সভাপতি গজেন বর্মণ বলেন, “এই মুহূর্তে জেলার কুড়ি শতাংশের বেশি বুথে আমাদের কমিটি রয়েছে। আমাদের এখন লক্ষ্য, অন্য বুথগুলিতেও কমিটি গড়ে তোলা। তবেই জেলায় দল আরও শক্তিশালী হবে। সেজন্য প্রার্থীকে সমর্থনে ভোট প্রচারের পাশাপাশি অন্য বুথগুলিতেও দ্রুত কমিটি গড়তে দলের ব্লক নেতাদের বলা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন