কটাক্ষ উড়িয়ে প্রচারে 

শনিবার চাঁচলের নির্বাচনী জনসভায় নাম না করে রাহুল গাঁধী কটাক্ষ করলেন তাঁকে। আর রাহুলের সেই সভার দিনই গাজল জুড়ে দাপিয়ে প্রচার করলেন উত্তর মালদহের তৃণমূল প্রার্থী মৌসম নুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০৫:৩৬
Share:

আশীর্বাদ: মালদহে। নিজস্ব চিত্র

শনিবার চাঁচলের নির্বাচনী জনসভায় নাম না করে রাহুল গাঁধী কটাক্ষ করলেন তাঁকে। আর রাহুলের সেই সভার দিনই গাজল জুড়ে দাপিয়ে প্রচার করলেন উত্তর মালদহের তৃণমূল প্রার্থী মৌসম নুর। কোথাও তিনি হুডখোলা গাড়িতে করে প্রচার সারলেন, কোথাও পায়ে হেঁটেই।

Advertisement

পান্ডুয়ার আসান পির মাজারে গিয়ে এ দিন চাদর জড়িয়ে দোয়াও করলেন তিনি। আবার পান্ডুয়ার ছিটকামহল গ্রামে দলীয় মহিলা কর্মীরা মৌসমকে বরণ করে নিলেন চালুন-বাতি দিয়ে। ফুলের মালাও পরানো হল তাঁকে।

গত ২৮ জানুয়ারি নবান্নে গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন জেলা কংগ্রেস সভানেত্রী তথা উত্তর মালদহের সাংসদ মৌসম নুর। দলত্যাগের পরে জেলা কংগ্রেসের একাধিক নেতৃত্ব মৌসমের বিরুদ্ধে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছিলেন। এ দিন রাহুলও নাম না করে মৌসুমকে কটাক্ষ করলেন। রাহুল বলেন, ‘‘উত্তর মালদহের কংগ্রেসের পুরনো প্রার্থী দলের সঙ্গে প্রতারণা করেছেন। প্রতারণা করে বাংলায় কাজ করা যাবে না।’’ মৌসম অবশ্য রাহুলের বক্তব্যকে আমল দিতে নারাজ। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলার উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের শামিল হতেই আমি তৃণমূলে যোগ দিয়েছি।’’

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিন মৌসম প্রচার শুরু করেন গাজল ২ পঞ্চায়েতের ঘাঁকশোল গ্রাম থেকে। হুড-খোলা জিপে করে এর পরে কদুবাড়ি, মশালদিঘি, পাঁচপাড়া, হাতিমারি গ্রাম হয়ে তিনি যান পান্ডুয়া পঞ্চায়েত এলাকায়। সেখানে আসান পিরের মাজারে চাদর চড়ান ও দোয়া করেন। ছিটকামহল গ্রামে মহিলা কর্মী-সমর্থকেরা চালুন-বাতি দিয়ে বরণ করে শাঁখ-উলুধ্বনি দেন। ফুলের মালা পরিয়ে তাঁকে সঙ্গে নিয়ে গোটা গ্রামে তাঁরা প্রচার সারেন। পান্ডুয়া বাজারে একটি কর্মিসভা করেন মৌসম। তার পরে আলমপুর মোড় হয়ে রানিগঞ্জ ১ পঞ্চায়েতের কমলডাঙা, শিমুলঝুরি, লাদুমোড় হয়ে পাঁচপুকুর গ্রাম। মৌসম দাবি করেন, এ দিন গাজল ব্লকের একাংশ এলাকায় প্রচারে ব্যাপক সাড়া মিলেছে। গ্রামের মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে এসে তাঁকে আশীর্বাদ করেছেন, নিজেরাও নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement