বন্ধ হোক দুর্নীতি, সম্প্রীতি রক্ষা হোক

যে সরকারই আসুক, তাদের কাছ থেকে আমার প্রত্যাশা, তফসিলি জাতি ও উপজাতির অগ্ৰাধিকারের ভিত্তিতে শিক্ষিত বেকারদের কৰ্ম সংস্থানের ব্যবস্থা করা হোক৷

Advertisement

সুশীল রাভা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৫:৪৩
Share:

সুশীল রাভা

এ বারের ভোট এখনও অবধি নির্ঝঞ্ঝাট। পঞ্চায়েত ভোটের মতো ডামাডোল শুরু হয়নি। এমন আবহাওয়াতেই যদি ভোট হয় তবে আশা করি মানুষ নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে পারবেন।

Advertisement

যে সরকারই আসুক, তাদের কাছ থেকে আমার প্রত্যাশা, তফসিলি জাতি ও উপজাতির অগ্ৰাধিকারের ভিত্তিতে শিক্ষিত বেকারদের কৰ্ম সংস্থানের ব্যবস্থা করা হোক৷ এক জন সংস্কৃতি-কৰ্মী হিসেবে চাইব গ্ৰামীণ দুঃস্থ লোকশিল্পীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় জীবনবিমা চালু করা হোক। মূল্যবৃদ্ধির সাপেক্ষে লোকশিল্পীদের ভাতা বৃদ্ধি করা হোক৷ বর্তমানে রাজ্যের লোকশিল্পীরা এক হাজার টাকা করে মাসে পান৷ তুলনায় কলকাতার যাত্ৰাশিল্পীরা মাসে ন’হাজার টাকা পাচ্ছেন৷ সুতরাং লোকশিল্পীদেরও ভাতা বৃদ্ধি করার দরকার আছে৷ সর্বোপরি যে কোনও ক্ষেত্রে দুর্নীতি যেন বন্ধ হয়।

আর একটা বড় সমস্যা হল বনবাসী-উচ্ছেদ। জঙ্গলের জমিতে যাদের জন্মগত অধিকার, তারা কোথায় থাকবে? সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখুক। নারী নির্যাতন নিয়েও কড়া পদক্ষেপ করা জরুরি।

Advertisement

রাভাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে শীঘ্রই একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এ বিষয়ে রাজ্য সরকারের কাছে রাভা উন্নয়ন পর্ষদ গঠনের আবেদনও করেছিলাম। কিন্তু সাড়া পাইনি। ইতিমধ্যে রাজ্য সরকার বিভিন্ন জনজাতির জন্য আঠারোটি উন্নয়ন পর্ষদ গঠন করেছে। এখানে আমরা টোটোদের সামান্য উপরে অবস্থান করছি, অথচ আমাদের ভাষা অ্যাকাডেমি বা উন্নয়ন বোর্ড গঠিত হয়নি। আমি চাই যে সরকারই আসুক তারা যেন রাভাদের ভাষা, সংস্কৃতি বাঁচিয়ে রাখার ব্যপারটি গুরুত্ব সহকারে বিবেচনা করে।

সবচেয়ে বড় কথা, ধর্মনিরপেক্ষ সরকার চাই। যে দলই সরকার গঠন করুক, তারা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে, দুঃস্থ গরিবদের কথা যেন ভাবে। কৃষকদের সার, বীজ এবং ভর্তুকি দেওয়ার সুষ্ঠু ব্যবস্থা থাকা চাই।

লেখক: রাভা কবি ও সংস্কৃতি কর্মী

অনুলিখন: অনিতা দত্ত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন