যানজট নিয়ন্ত্রণে উদ্যোগ মালদহে

ভোট গণনার দিন যানজট এড়াতে মালদহ-মানিকচক রুট বদল করল মালদহ জেলা প্রশাসন। ওই রুটের সমস্ত ধরনের যান বাহন গুলি ঘুর পথে চালানো হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ-মানিকচক রাজ্য সড়কের ধারে পলিটেকনিক কলেজে ভোট গণনা হবে। নিরাপত্তার জন্য কলেজের সামনে ড্রপ গেট করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০১:৪০
Share:

ভোট গণনার দিন যানজট এড়াতে মালদহ-মানিকচক রুট বদল করল মালদহ জেলা প্রশাসন। ওই রুটের সমস্ত ধরনের যান বাহন গুলি ঘুর পথে চালানো হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ-মানিকচক রাজ্য সড়কের ধারে পলিটেকনিক কলেজে ভোট গণনা হবে। নিরাপত্তার জন্য কলেজের সামনে ড্রপ গেট করা হয়েছে। তাই আজ, বৃহস্পতিবার ওই রুটের গাড়ি গুলি ঘুর পথ দিয়ে চলাচল করব। আর ফলে বিপাকে পড়তে হবে ওই রুটের নিত্য যাত্রীদের। এই বিষয়ে মালদহের অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মন্ডল বলেন, ‘‘শুধু ভোট গণনার দিনই আমরা ওই রুটের গাড়ি গুলি ঘুর পথ দিয়ে চালাব। কারণ গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তার জন্য ড্রপ গেট করা হয়েছে। আর ড্রপ গ্রেট গুলির বাইরে থাকতে হবে রাজনৈতিক দলের কর্মীদের। ফলে ওই রুটে যানজট হবে। তাই আমরা রুট বদলের সিদ্ধান্ত নিয়েছে এদিন।’’

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ পলিটেকনিক কলেজে ভোট গণনা হবে আটটি বিধানসভা কেন্দ্রের। ভোট গণনা কেন্দ্র করে কড়া নিরাপত্তার মোড়া হয়েছে কলেজ চত্বর। তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এদিনের জন্য। মালদহ-মানিকচক রাজ্য সড়কের দুই ধারে দুটি ড্রপ গেট করা হয়েছে। সেই ড্রপ গ্রেট গুলিতে থাকবে লাঠিধারী রাজ্য পুলিশ। আর কলেজের গেটের কাছে থাকবে আগ্নেয়াস্ত্রধারী পুলিশ। আর ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোট গণনা কেন্দ্রে মোতায়ন থাকবে এক কোম্পানীর কেন্দ্রীয় বাহিনী বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কলেজের পাশ দিয়ে গিয়েছে মালদহ-মানিকচক রাজ্য সড়ক। আর এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই রুটে দৈনিক ৬০টি বাস সহ প্রচুর যানবাহন চলাচল করে দৈনিক। এই রুটটি ব্যস্ততম হওয়ায় ভোট গণনা কেন্দ্রের বাইরে যানজটের সৃষ্টি হতে পারে। এই আশঙ্কায় এদিন রুট বদল করেছে প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই রুটের গাড়িগুলি ইংরেজবাজারের ঘোড়াপীর দিয়ে কাজিগ্রাম হয়ে অমৃতি দিয়ে যাতায়াত করবে। প্রায় দশ কিলোমিটার বাড়তি পথ অতিক্রম করতে হবে গাড়িগুলিকে। এই বিষয় নিয়ে গত সোমবার জেলা পুলিশ প্রশাসন, বাস অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী সহ অন্যান্য সংগঠনের সঙ্গে বৈঠক করেছে প্রশাসনিক কর্তারা। বৈঠকেই পুরো বিষয় জানানো হয়েছে। তবে রুট বদল করায় যাত্রী সহ পরিবহণ কর্মীদেরও বিপাকে পড়তে হবে। পরিবহণ কর্মীদের দাবি, ঘুরপথে যে রুট দিয়ে গাড়ি চালানোর সিন্ধান্ত নেওয়া হয়েছে তা অত্যন্ত সরু। মালদহ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়শনের সম্পাদক নিমাই বিশ্বাস বলেন, ওই রুটে যাতায়াতে আমাদের সমস্যা হবে। দেবতোষবাবু বলেন, ট্রাকগুলিকেও মোথাবাড়ি দিয়ে ওইদিন চালাব। যানজট হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement