তৃণমূল নজরে গ্রেটার, বিজেপি

চকচকা শিল্পকেন্দ্রের যে মাঠ দখলের অভিযোগ উঠেছিল গ্রেটারের বিরুদ্ধে, এ বার সেই মাঠেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ, সোমবার সন্ধ্যায় কোচবিহারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কোচবিহারে একাধিক অনুষ্ঠান রয়েছে তাঁর। জেলার মানুষ মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায় বসে রয়েছেন।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০২:২৫
Share:

চকচকা শিল্পকেন্দ্রের যে মাঠ দখলের অভিযোগ উঠেছিল গ্রেটারের বিরুদ্ধে, এ বার সেই মাঠেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আজ, সোমবার সন্ধ্যায় কোচবিহারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কোচবিহারে একাধিক অনুষ্ঠান রয়েছে তাঁর। জেলার মানুষ মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায় বসে রয়েছেন।”

দলীয় সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এ বারের কোচবিহার সফরে প্রধান লক্ষ্য গ্রেটার ও বিজেপি। গ্রেটার নেতা অনন্ত মহারাজ একাধিকবার বিজেপির সভায় যোগ দিয়েছেন। আবার গ্রেটারের মঞ্চেও বিজেপি নেতাদের দেখা গিয়েছে। গত লোকসভা নির্বাচনে বিজেপির ভোট বাড়ার পিছনে অনন্তর ভূমিকা রয়েছে বলে মনে করছে তৃণমূল। বছর দুয়েক আগে চকচকার ওই মাঠ কার্যত দখল করে রাখার অভিযোগ ওঠে অনন্তর বিরুদ্ধে। মাঝে মধ্যেই সেখানে গ্রেটার সমর্থকরা জড়ো হতেন। বছর খানেক আগে ওই মাঠ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। মাঠের দখল নেওয়ার পাশাপাশি গ্রেটার নেতাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

Advertisement

পাশাপাশি অনন্তকে ধাক্কা দিতে কেপিপি নেতা অতুল রায়ের সভাতেও যোগ দেবেন তিনি। সেখান থেকেই মুখ্যমন্ত্রী রাজবংশীদের উদ্দেশে সরাসরি বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। তৃণমূলের এক নেতার কথায়, “সামনে পঞ্চায়েত নির্বাচন। সে দিকে লক্ষ্য রেখেই মুখ্যমন্ত্রী এগোচ্ছেন।” প্রশাসন সূত্রের খবর, ২৪ এপ্রিল সন্ধায় ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। পরের দিন মঙ্গলবার সকালে রাসমেলার মাঠে কেপিপির জনসভায় যোগ দেবেন। সেখান থেকে বেরিয়ে চকচকায় সরকারি সভায় যোগ দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন