আব্দার মেটাতে হাঁটলেন মমতা

যাত্রার শুরুটা গাড়িতে। কিন্তু, মানুষের আব্দার মেটাতে শেষ পর্যন্ত হাঁটা পথই বেছে নিতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তখন দুপুর সাড়ে ১২টা৷ পূর্ত দফতরের পরিদর্শন বাংলোর বাইরে জায়গা নিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রীর কনভয়ের সমস্ত গাড়ি৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০২:০৩
Share:

যাত্রার শুরুটা গাড়িতে। কিন্তু, মানুষের আব্দার মেটাতে শেষ পর্যন্ত হাঁটা পথই বেছে নিতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

Advertisement

তখন দুপুর সাড়ে ১২টা৷ পূর্ত দফতরের পরিদর্শন বাংলোর বাইরে জায়গা নিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রীর কনভয়ের সমস্ত গাড়ি৷ পরিদর্শন কুঠির থেকে ঢিল ছোড়া দূরত্বে কিঙ্গ সাহেবের ঘাট লাগোয়া বাঁধের ধারে তখন প্রচুর মানুষের ভিড়। ক্লাব রোড ধরে মুখ্যমন্ত্রী যে পথে আর্ট গ্যালারি যাবেন, সেই রাস্তার দু’দিকটাও ততক্ষণে দখলে চলে গিয়েছে জনতার৷

মিনিট পনেরো পরে বাংলো থেকে গাড়িতে চেপে মুখ্যমন্ত্রী বেরোতেই ‘দিদি দিদি’ চিৎকার৷ গাড়ির ভিতর থেকেই মুখ্যমন্ত্রী প্রথমে করজোর করলেন৷ কিন্তু কনভয় খানিকটা এগোতেই জনতার এক সঙ্গে চিৎকার —দিদি দিদি৷ মুখ্যমন্ত্রী তখনই গাড়ি থামিয়ে নেমে পড়েন৷ তারপর আর্ট গ্যালারি পর্যন্ত রাস্তাটা গোটাটাই গেলেন একেবারে পায়ে হেঁটে৷

Advertisement

আর্ট গ্যালারির বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পোর্টস কমপ্লেক্সেও যান হেঁটেই৷ আর সেখানে যখন তিনি পৌছালেন তখন তিল ধারণের জায়গা পর্যন্ত নেই৷ স্পোর্টস কমপ্লেক্সের ভেতরে জায়গা না পেয়ে প্রচুর মানুষ স্পের্টস কমপ্লেক্সের বাইরে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে পড়েছেন৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement