ফের মালদহে আসছেন মমতা

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তাই চরম ব্যস্ততা শুরু হয়েছে প্রশাসনিক অন্দরে। এমনকী, সভার জন্য মাঠ বাছাই এর কাজও শুরু করে দিয়েছেন প্রশাসনের কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৯
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের মালদহ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু জেলায় সফরই নয়, মালদহে ঘাঁটি গেড়ে গৌড়বঙ্গের তিন জেলায় প্রশাসনিক বৈঠক, সভা করার সম্ভাবনা রয়েছে তাঁর।

Advertisement

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তাই চরম ব্যস্ততা শুরু হয়েছে প্রশাসনিক অন্দরে। এমনকী, সভার জন্য মাঠ বাছাই এর কাজও শুরু করে দিয়েছেন প্রশাসনের কর্তারা। যদিও তাঁরা প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ। তবে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর জেলা সফরে খুশি তৃণমূলের জেলা নেতৃত্বরা। এক নেতা বলেন, “ফলাফলে মুখ্যমন্ত্রীকে আমরা বরাবরই হতাশ করলেও তিনি জেলার উন্নয়নের জন্য প্রতি সফরে কোটি কোটি টাকার প্রকল্পের সূচনা করেন। এ বারও তার ব্যতিক্রম হবে না বলে আমরা আশাবাদী। যা পঞ্চায়েত ভোটের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।”

গত ৪ মে মালদহে প্রশাসনিক বৈঠক এবং সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৫০০ কোটি টাকার উপরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করেছিলেন তিনি। ফের প্রশাসনিক বৈঠক করতে মালদহে আসছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি জেলায় তাঁর আসার সম্ভাবনা রয়েছে। ওইদিনই তিনি গাজলে একটি জনসভা করবেন। সেই সভা থেকে সরকারি একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস তিনি করতে পারেন। ২০ ফেব্রুয়ারি জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি। মালদহ থেকেই তিনি উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও যাবেন বলে প্রশাসনের অন্দরে খবর। যদিও সরকারি ভাবে মুখ্যমন্ত্রীর জেলা সফরে কোন চিঠি না আসলেও প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন কর্তারা। মঙ্গলবার রাত পর্যন্ত জেলা প্রশাসনিক ভবনে কর্তারা বৈঠক করেছেন। বুধবার ছুটির দিনেও অফিসে হাজির প্রশাসনের একাধিক কর্তা।

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তৎপর জেলার তৃণমূল নেতৃত্বও। মুখ্যমন্ত্রীর সফরকে পঞ্চায়েত ভোটের প্রচার হিসেবে ধরে নিচ্ছেন তাঁরা। লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচন। মালদহ থেকেই প্রচার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সর্বত্র সফল হলেও জেলাতে দুটি নির্বাচনেই ভরাডুবি ঘটেছিল তৃণমূলের। হতাশ হয়েছিলেন দলনেত্রীও। তাই এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কাজে লাগাতে মরিয়া তৃণমূলের জেলা নেতৃত্ব। তৃণমূলের কার্যকরী সভাপতি তথা পুরসভার উপ পুরপ্রধান দুলাল সরকার বলেন, “মুখ্যমন্ত্রী উন্নয়নের ডালি নিয়ে প্রতি বছর জেলায় আসেন। আর আমরা তাঁকে নিরাশ করি। তাই এ বার সর্বশক্তি দিয়ে পঞ্চায়েতে লড়ব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন