চা বলয়ে সংযোগ বাড়াতে ‘ধমক’ মমতার

তৃণমূলের উত্তরবঙ্গের এক নেতা জানান, বৈঠকে মুখ্যমন্ত্রী ধমকের সুরে বলেছেন, শুধু পাকা রাস্তা দিয়ে ঘুরলে কিংবা কলকাতায় যাতায়াত করলেই হবে না৷ চা বাগানেও সবাইকে যেতে হবে৷

Advertisement

পার্থ চক্রবর্তী

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০২:৩৬
Share:

চা বলয়ে জনসংযোগ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত ধমক খেলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল নেতারা৷ সূত্রের খবর, বৃহস্পতিবার উত্তরকন্যায় ধমকের সুরে মুখ্যমন্ত্রী জেলার তৃণমূল নেতাদের বলেন, শুধু শহরের পাকা রাস্তা দিয়ে ঘুরে বেরালেই চলবে না৷ চা বলয়ে গিয়ে সেখানকার মানুষের সমস্যার সমাধান ও তারা সরকারি সমস্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না তা দেখতে হবে৷ তবে মুখ্যমন্ত্রী যে চা বলয়ে জনসংযোগ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন তা স্বীকার করলেও, ধমকের কথা মানতে চাননি জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷

Advertisement

বৃহস্পতিবার উত্তরকন্যায় চা বাগান নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে রাজ্যের একাধিক মন্ত্রী ছাড়াও শাসকদলের বেশ কয়েকজন জনপ্রতিনিধিও ছিলেন৷ সূত্রের খবর, ওই বৈঠক থেকেই চা বলয়ে জনসংযোগ নিয়ে আলিপুরদুয়ারের নেতাদের কাছে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

তৃণমূলের উত্তরবঙ্গের এক নেতা জানান, বৈঠকে মুখ্যমন্ত্রী ধমকের সুরে বলেছেন, শুধু পাকা রাস্তা দিয়ে ঘুরলে কিংবা কলকাতায় যাতায়াত করলেই হবে না৷ চা বাগানেও সবাইকে যেতে হবে৷ সেখানকার মানুষের সমস্যার সমাধান বা তাঁরা সরকারি সুযোগ-সুবিধা ঠিক মতো পাচ্ছেন কি না সেটাও নেতাদের বারবার করে গিয়ে দেখতে হবে৷ এ জন্য চা বলয়ের মানুষের সাথে নেতাদের কথা বলতে হবে বলেও জানান তিনি৷

Advertisement

তৃণমূল সূত্রের খবর, বাগানে কাজ করা শ্রমিক সংগঠনের নেতৃত্বকে নিয়েও বৈঠকেও দলের আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূলের আলিপুরদুয়ারের এক জেলা শীর্ষ নেতার কথায়, ‘‘রাজ্য সরকারের অনেক প্রকল্প রয়েছে৷ যার মাধ্যমে চা বলয় অধ্যুষিত এলাকার মানুষের উন্নয়ন সম্ভব৷ কিন্তু শ্রমিক নেতাদের একাংশ চা বলয়ের মানুষের কাছে তার প্রচার ঠিকমত করতে পারছেন না বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷’’ আর সেজন্যই চা বলয়ের মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সেখানে কাজ করা শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতেও দলের আলিপুরদুয়ারের জেলা নেতৃত্বকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে তৃণমূল সূত্রের খবর৷

যদিও তৃণমূলের আলিপুরদুয়ারের জেলা শীর্ষ নেতৃত্ব চা বাগান নিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের কথা মানতে চাননি৷ তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মা বলেন, ‘‘এমন কোনও ঘটনা ঘটেনি৷ তবে উনি আমাদের বলেছেন আরও বেশি করে চা বাগানে যেতে হবে৷ সেখান বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে৷ মানুষের অবস্থা বা তাদের সমস্যার কথা শুনতে হবে৷ এবং চা বলয়ের মানুষের সঙ্গে থাকতে হবে৷ আমাদের দল অবশ্যই মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করবে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন