—প্রতীকী চিত্র।
পৈতৃক জমি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধা মাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গত দু’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। পলাতক পুত্র-সহ তিন জনের খোঁজে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার ছেলে শহিদুল রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয় ৭০ বছরের ইস্তা খাতুনের। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার সাটিয়ারার বাড়িতে বিবাদ চরম আকার নেয়। অভিযোগ, বৃদ্ধাকে তাঁর বড় ছেলে শহিদুল এবং আরও দু’জন মিলে বাঁশ দিয়ে পেটান।
ওই ঘটনায় গুরুতর জখম হন বৃদ্ধ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সে কারণে বিহারের পূর্ণিয়ায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ইস্তাকে।
কিন্তু দু’ দিন চিকিৎসা চলার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে অন্যত্র রেফার করে দেন। ঘটনাক্রমে পরিবারের লোকজন বৃদ্ধাকে শিলিগুড়ির হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
অন্য দিকে, মাকে মারধর করার পর থেকেই এলাকা থেকে নিখোঁজ পুত্র। তাঁর খোঁজ শুরু করেছে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ।