প্রতীকী ছবি
দক্ষিণ দিনাজপুরে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হল। মঙ্গলবার গভীর রাতে বালুরঘাটের কোভিড হাসপাতালে ভর্তি ৫৭ বছরের ওই ব্যক্তির মৃত্যু হয়। জেলার মুখ্য স্বাস্হ্য আধিকারিক সুকুমার দে জানান, কুমারগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি ব্রেন স্ট্রোকে আক্রান্তে হয়ে ১৯ জুলাই বালুরঘাট হাসপাতালে ভর্তি হন। তাঁর শ্বাসকষ্ট ছিল। ওই দিনই তাঁর লালারসের নমুনা পরীক্ষায় পজ়িটিভ রিপোর্ট আসে। তাঁকে কোভিড হাসপাতালে স্হানান্তরিত করা হয়। প্রশাসনিক সূত্রে খবর, এ নিয়ে জেলার ৫ জন করোনায় মারা গেলেন।
স্বাস্হ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দুদিন ধরে এ জেলা থেকে লালারসের নমুনা সংগ্রহের গতি কমেছে বলে মালদহের ভিআরডিএল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো যায়নি। তার জেরে এ দিন ওই ল্যাব থেকে কোনও রিপোর্ট আসেনি। এ দিন অবশ্য ২০০-র উপরে নমুনা মালদহে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে বালুরঘাট ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ট্রুন্যাট যন্ত্রে এ দিন ১৩ জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। এ নিয়ে দক্ষিণ দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা হল ৮১৪ জন। তার মধ্যে বালুরঘাট শহরে আক্রান্তের সংখ্যায় জেলার অন্য শহর ও ব্লককে ছাপিয়ে গিয়েছে। জেলা স্বাস্হ্য দফতর সূত্রে খবর, বালুরঘাট শহরে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০০-য় পৌঁছে গিয়েছে। বালুরঘাটে মৃত্যু হয়েছে ৩ জনের। কুমারগঞ্জ ব্লকে আক্রান্ত হয়েছেন ১৮১ জন।
লালারসের নমুনা পরীক্ষা বাড়ানোর দাবিতে সরব বিরোধীরা। আরএসপি-র রাজ্য সম্পাদক তথা বালুরঘাটের বাম বিধায়ক বিশ্বনাথ চৌধুরী বলেন, পরীক্ষা বাড়ানো না হলে সংক্রমণের প্রভাব সম্পর্কে কিছুই জানা যাবে না। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার অভিযোগ করেন, বালুরঘাটে করোনা মোকাবিলায় প্রশাসনিক ব্যবস্হাপনায় ঘাটতি দেখা যাচ্ছে। শহরের নাট্য উতকর্ষ কেন্দ্রের সেফ হোমে রোগীদের থাকার মতো পরিবেশের অভাব রয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলেও সুরাহা হয়নি।
তৃণমূলের রাজ্যসভা সাংসদ অর্পিতা ঘোষ বলেন, করোনা রোগীদের উন্নত পরিকাঠামোযুক্ত হাসপাতালে রেখে চিকিতসা করতে শহরের হোসেনপুর এলাকায় ইয়ুথ হোস্টেলে ৮০ শয্যার একটি কোভিড হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। আগামী শুক্রবার ওই হাসপাতাল চালু করা হবে।