পত্রিকার পুজো: ২

পরিচিতদের পাশেই আছে নতুন প্রজন্ম

শুধু কবিতা নিয়েই প্রকাশিত হচ্ছে রায়গঞ্জের ‘চৈতন্য’র এ বারের শারদ সংখ্যা। থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তের নামী-অনামী ৩৫ জন কবির কবিতা। ইসলামপুরের ‘শেষের আটচল্লিশ পাতা থেকে’ শারদ সংখ্যাটি মন-নির্ভর। বীথি চট্টোপাধ্যায়, যশোধরা রায়চৌধুরী, অরুণ চক্রবর্তীর পাশাপাশি থাকছে এ প্রজন্মের এক ঝাঁক লেখকের লেখা, জানালেন সম্পাদক মনোনীতা চক্রবর্তী।

Advertisement

অনিতা দত্ত

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ০২:৩৮
Share:

শুধু কবিতা নিয়েই প্রকাশিত হচ্ছে রায়গঞ্জের ‘চৈতন্য’র এ বারের শারদ সংখ্যা। থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তের নামী-অনামী ৩৫ জন কবির কবিতা। ইসলামপুরের ‘শেষের আটচল্লিশ পাতা থেকে’ শারদ সংখ্যাটি মন-নির্ভর। বীথি চট্টোপাধ্যায়, যশোধরা রায়চৌধুরী, অরুণ চক্রবর্তীর পাশাপাশি থাকছে এ প্রজন্মের এক ঝাঁক লেখকের লেখা, জানালেন সম্পাদক মনোনীতা চক্রবর্তী। শিলিগুড়ির শিবমন্দির এলাকা থেকে প্রকাশিত ‘উত্তরের প্রয়াস’-এর শারদ সংখ্যাটি এবারই প্রথম প্রকাশিত হতে চলেছে। সম্পাদক অনিল সাহা জানান, এ অঞ্চল থেকে কোনও পুজোসংখ্যাই প্রকাশিত হয় না। স্থানীয় কবি-সাহিত্যিকদের কথা ভেবেই এ বার পুজোসংখ্যা বের করার উদ্যোগ।

Advertisement

ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে প্রকাশিত হয়েছে ‘সাহিত্য অঙ্গন’-এর অষ্টম বর্ষ শারদ সংখ্যাটি। আলিপুরদুয়ার থেকে ‘জোনাই’-এর শারদসংখ্যা এবার ৪৬ বর্ষে পা দিল। একেবারেই অপরিচিত নবীনরা এতে কবিতা লিখেছেন। প্রবন্ধের তালিকায় থাকছে অর্ণব সেনের ‘রবীন্দ্রনাথের চিত্রভাবনা’। ৪৫ বছর ধরে নাগাড়ে উত্তরের পুজোসংখ্যায় লিখে চলেছেন অর্ণব সেন।

পিছিয়ে নেই ছোটরাও। বালুরঘাটের ‘দক্ষিণ দিনাজপুর কথা’-র পুজো সংখ্যায় ছোটদের জন্য ‘কচিদের পাতা’ নামে আলাদা বিভাগই থাকছে। কচিকাঁচাদের লেখা একগুচ্ছ ছড়ার সঙ্গে, পত্রিকার পাতা সেজে উঠছে ওদেরই আঁকা রঙিন ছবিতে। সম্পাদক মধুসূদন অধিকারী জানালেন, ছোটদের সাহিত্যচর্চায় উৎসাহিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

মাথাভাঙার ‘বিবৃতি’ শারদসংখ্যায় নবনীতা দেব সেন, তিলোত্তমা মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, রবিশংকর বলের কবিতার পাশেই থাকবে উত্তরের তরুণ প্রজন্ম। প্রবন্ধ লিখেছেন নবাগতা অনিন্দিতা দাস। শিরোনাম : বৈদিক যুগের সংগীত।

বরাবরের মতো চ্যাংরাবান্ধার পুজোসংখ্যা ‘স্বাগত আগমনী’র মূল আকর্ষণ সাক্ষাৎকারভিত্তিক লেখা। থাকছে মাধ্যমিকে রাজ্যস্তরে প্রথম মাথাভাঙার শৌভিক বর্মনের সাক্ষাৎকার। লেখক চোমং লামা নিয়ে লেখা থাকছে এই পুজোসংখ্যায়।

দিনহাটা থেকে গোকুল সাহা সম্পাদিত ‘অঙ্গীকার’-এর পুজোসংখ্যা সেজে উঠবে মূলত উত্তরবঙ্গের কবি-সাহিত্যিকদের লেখায়। দিনহাটার ‘বকলম’-এর ২৪তম শারদসংখ্যাটিতে থাকছে কোচবিহারের শিক্ষা, সংস্কৃতি এবং রাজ-ইতিহাসের কথা। তুফানগঞ্জের ‘রসিক বিল’-এর শারদসংখ্যায় এবারের আকর্ষণ কোচবিহারের রাজবাড়ি, দিঘি, পুরাক্ষেত্র গোসানিমারির মতো ঐতিহ্যপূর্ণ ভবন ও স্থানগুলির ইতিহাস। ক্যালিফোর্নিয়া, আন্দামানকে পাঠক খুঁজে পাবেন ভ্রমণকাহিনিতে।

উত্তরবঙ্গের প্রাচীনতম শারদসংখ্যাটি প্রকাশ করতে চলেছে জলপাইগুড়ির ‘জনমত’। এবার ৮২তম সংখ্যা। বিশেষ বিভাগ ‘অতীতের পাতা’য় পাঠক পাবেন প্রমথনাথ বিশী, অন্নদাশংকর রায়, চারুচন্দ্র সান্যালকে। জানালেন সম্পাদক সুধীর ভট্টাচার্য। এ শহর থেকেই প্রকাশিত ‘দ্যোতনা’র পুজোসংখ্যায় থাকছে মহাশ্বেতা দেবী, গুন্টার গ্রাসকে নিয়ে ক্রোড়পত্র। থাকছে লোকসংস্কৃতি বিভাগ ‘শেকড়ের সন্ধানে’। জলপাইগুড়ির ‘কিরাতভূমি’র শারদীয়া সংখ্যার আকর্ষণ মুখ্যত প্রবন্ধগুলি।

পুজোর উদ্যোক্তাদের মতোই শারদীয়া সংখ্যার সম্পাদকদের এখন নাওয়া-খাওয়ার ফুরসত নেই। কেউ লেখার প্রুফ পড়ছেন, কেউ কেউ শেষ মুহূর্তে বিজ্ঞাপনের জন্য ছুটে বেড়াচ্ছেন। কেউ বা আবার চোখ বুলিয়ে নিচ্ছেন লেখাগুলির ফাইনাল প্রুফে। তাদেরই একজন ‘দ্যোতনা’র সম্পাদক গৌতম গুহরায় জানালেন, অফিস থেকেই সোজা প্রেসে দৌড়তে হচ্ছে। ‘বিবৃতি’র সম্পাদক দেবাশিস দাসের স্বীকারোক্তি, ‘‘দিনের বেলায় অফিস করছি। আর সারারাত ধরে প্রুফ দেখছি।’’

পুজো প্যান্ডেলের মতোই পুজো সংখ্যাগুলির চাকচিক্য বেড়েছে, আদল বদলেছে। লেখক অভিজিৎ সেনের কথায়, ডিটিপি হবার পর পুজোসংখ্যাগুলির চেহারা ঝকমকে হয়ে গেছে। সুন্দর হয়েছে। মহালয়া মানেই যেমন বীরেন্দ্রকিশোর ভদ্র, উত্তরবঙ্গে পুজো সংখ্যা মানেই লিটল ম্যাগাজিন।

শেষ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন