নোট সমস্যানিয়ে বৈঠক চেয়ে মন্ত্রীকে চিঠি মেয়রের

পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট অচল ঘোষণার পরে পুরসভার বিভিন্ন কাজকর্ম চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। অন্য অনেক পুরসভার ক্ষেত্রেও একই সমস্যা চলছে বলে তাঁর দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০২:০৮
Share:

পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট অচল ঘোষণার পরে পুরসভার বিভিন্ন কাজকর্ম চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। অন্য অনেক পুরসভার ক্ষেত্রেও একই সমস্যা চলছে বলে তাঁর দাবি।

Advertisement

সমস্যা মেটাতে রাজ্যের বিভিন্ন পুরসভাগুলির মেয়র এবং চেয়ারম্যানদের নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকতে শনিবার পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে চিঠি পাঠালেন তিনি।

মেয়র বলেন, ‘‘রাস্তা তৈরি থেকে কোনও নির্মাণ কাজের শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া, পুরসভার ভাতা প্রকল্পে যাদের নগদ টাকা দেওয়া হয়, এ রকম বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে। অনেক কাজ করা যাচ্ছে না। অন্য পুরসভাগুলির কয়েকজন চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে। তাঁদেরও একই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন। সে কারণে এই পরিস্থিতিতে কাজকর্ম চালাতে পুর দফতর থেকে কোনও ব্যবস্থা নিলে ভাল হয়। পুরমন্ত্রীকে সে ব্যাপারে চিঠি দিয়েছি।’’

Advertisement

সেই সঙ্গে শিলিগুড়ি পুরসভার আর্থিক সঙ্কটের কথা জানিয়ে রাজ্যের কাছে তাঁদের পাওনা টাকা দেওয়ার আর্জিও জানিয়েছেন। পুরসভার কর কাঠামো উন্নত করে আর্থিক সংস্কারের ব্যবস্থা করার কথাও জানিয়েছেন। প্রয়োজন মতো পুরআইনের সংশোধনের কথাও জানিয়েছেন তিনি।

বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, ‘‘মেয়র কেবলই শিলিগুড়ি পুরসভার আর্থিক সঙ্কটের কথা বলছেন। রাজ্যের কাছে পুরসভার পাওনা রয়েছে বলে রাজনীতি করছেন। অথচ আমরা দাবি করেছি রাজ্যের কাছ থেকে পুর কর্তৃপক্ষ কত টাকা পেয়েছেন মেয়র শ্বেতপত্র প্রকাশ করে তা জানান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন