জীবনের ধ্রুবতারা

সম্প্রতি মালদহের সানাউল্লাহ মঞ্চে অনুষ্ঠিত হল রবীন্দ্রসঙ্গীর শিল্পী ও শিক্ষক অনিল দত্তের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সন্ধ্যা। আয়োজক ‘অনিল দত্ত স্মৃতি পরিষদ’। শুরু হয় শিশু শিল্পী অপ্রতিম দত্তের কণ্ঠে ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’ ও ‘আগুনের পরশমণি’ রবীন্দ্রগানে।

Advertisement
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০১:৪১
Share:

সম্প্রতি মালদহের সানাউল্লাহ মঞ্চে অনুষ্ঠিত হল রবীন্দ্রসঙ্গীর শিল্পী ও শিক্ষক অনিল দত্তের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সন্ধ্যা। আয়োজক ‘অনিল দত্ত স্মৃতি পরিষদ’। শুরু হয় শিশু শিল্পী অপ্রতিম দত্তের কণ্ঠে ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’ ও ‘আগুনের পরশমণি’ রবীন্দ্রগানে। অনিল দত্তের ছাত্রছাত্রীদের সম্মেলক পরিবেশনায় ছিল রবীন্দ্রসঙ্গীত ‘তাহারে আরতি করে’, কবে আমি বাহির হলাম’ এবং ‘আমার দোসর সে জন’। বাসবী দত্ত একক নিবেদনের শুরুতে গাইলেন ‘শ্রান্ত কেন ওহে পান্থ’। পর পর সতেরোটি রবীন্দ্রগান শোনালেন তিনি। তার সর্বশেষ, পরিবেশনায় ছিল ‘কাঁদালে তুমি মোরে’। একক রবীন্দ্রগান গেয়ে শোনালেন বিনয় রায়। কালিদাস, বিদ্যাপতি ও রবীন্দ্রনাথের রচনা সংকলন নিয়ে পরিবেশিত হয় ‘মেঘদুত’। সংকলন সুদেষ্ণা মজুমদার। সংকলনের রবীন্দ্রসঙ্গীগুলি গেয়ে শোনালেন অরিন্দ্রজিৎ দত্ত, শিখা সরকার, অনসূয়া দত্ত, ইন্দ্রানী ভট্টাচার্য, অর্ক দাস, সৌরভ বিশ্বাসের কণ্ঠে। দেদবাশীষ সরকারের পরিচালনায় সম্মেলক নৃত্যগুলি ছিল মেঘদূতের আকর্ষণীয় অংশ। পাঠ্যাংশে ছিলেন ত্রিদিব সান্যাল, দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও রেশমী মজুমদার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement