Migrant Labour Harassment

বাংলা ভাষায় কথা বলার জন্য হরিয়ানায় নির্মম অত্যাচারের শিকার, তুফানগঞ্জে ফিরলেন পরিযায়ী শ্রমিকেরা

বাংলা ভাষায় কথা বলার জন্যে বংলাদেশি সন্দেহে তাঁদের উপর অত্যাচার করে হরিয়ানা পুলিশ বলে অভিযোগ। এমনকি, যে জায়গায় তাঁরা কাজ করছিলেন সেখানকার স্থানীয় বাসিন্দারা তাঁদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ০১:০৯
Share:

প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে দু’টি বাস ভাড়া করে তুফানগঞ্জ ফিরে আসেন পরিযায়ী শ্রমিকেরা। —নিজস্ব চিত্র।

প্রাণ হাতে নিয়ে কোচবিহারের তুফানগঞ্জে ফিরলেন হরিয়ানায় কর্মরত ১০৩ পরিয়ায়ী শ্রমিক। হরিয়ানা থেকে দু’টি বাস ভাড়া করে তুফানগঞ্জে ফিরে আসেন তাঁরা। এমনকি, তাঁদের পারিশ্রমিকটুকু নেওয়ার সময় দেওয়া হয়নি বলে জানান তাঁরা।

Advertisement

বাংলা ভাষায় কথা বলার জন্যে বংলাদেশি সন্দেহে তাঁদের উপর অত্যাচার করে হরিয়ানা পুলিশ বলে অভিযোগ। এমনকি, যে জায়গায় তাঁরা কাজ করছিলেন সেখানকার স্থানীয় বাসিন্দারা তাঁদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেয়। এক জন পরিযায়ী শ্রমিক জানান, ভারতীয় নাগরিকত্বের পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও তা অগ্রাহ্য করে তাঁদের গ্রেফতার করা হয়। বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। এই পরিস্থিতে তাঁরা সকলে মিলে সিদ্ধান্ত নেন ওই রাজ্য ছাড়ার। সেই মতো প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে দু’টি বাস ভাড়া করে তাঁরা তুফানগঞ্জ ফিরে আসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement