হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত

বিধি ভেঙে থানায় আটকে রাখার অভিযোগে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে মনোজ মুণ্ডার পরিবারের সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০১:২৩
Share:

বিধি ভেঙে থানায় আটকে রাখার অভিযোগে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে মনোজ মুণ্ডার পরিবারের সদস্যরা।

Advertisement

চম্পাসারির বাসিন্দা মনোজকে গত কয়েক দিন ধরে পুলিশ থানায় আটকে রেখেছে বলে অভিযোগ। অথচ মনোজকে গ্রেফতার বলে দেখানো হয়নি বলে দাবি পরিবারের। গত সপ্তাহে গভীর রাতে মনোজকে বাড়ি থেকে পুলিশ কর্মীরা ডেকে প্রধাননগর থানায় নিয়ে যান। পরিবারের দাবি মনোজ নাবালক। যদিও থানার দাবি, কোনও নাবালককে ধরা হয়নি। দিন কয়েক আগে চম্পাসারি এলাকারই এক যুবককে মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ওই যুবক নিজের নাম অন্য বলে জানিয়েছে। তবে সে-ই মনোজ কিনা তা দেখা হচ্ছে। রবিবার থানা থেকে মনোজের পরিবারের সদস্যদের ডেকে বিভিন্ন নথি জমা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সে নথি যাচাই করে দেখা হবে। গ্রেফতারি না দেখিয়ে থানায় আটকে রাখার অভিযোগ ঠিক নয় বলে পুলিশের দাবি। অবশ্য মনোজের আত্মীয় রমেশ মাহালি বলেন, ‘‘দেখা যাক পুলিশ কী পদক্ষেপ করে। বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছি, কলকাতা হাইকোর্টেও অভিযোগ জানাব।’’ শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা বলেন, ‘‘আইন না মেনে কোনও পদক্ষেপ হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন