ডুয়ার্সের থানায় বিক্ষোভ মোর্চার

রবিবার দুপুর দু’টো থেকে সাড়ে তিনটে পর্যন্ত কালচিনি থানায় বিক্ষোভ দেখান প্রায় তিনশো মোর্চা সমর্থক। এ দিন জয়গাঁ থানাতে কয়েকশো মোর্চা সমর্থক ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ০৩:১২
Share:

ক্ষুব্ধ: বীরপাড়া থানার সামনে বিক্ষোভ মোর্চা সমর্থকদের। নিজস্ব চিত্র

বন দফতরের অফিস পুড়িয়ে দেওয়ার পরে এ বার থানায় বিক্ষোভ। পাহাড়ের কায়দায় ডুয়ার্সেও আন্দোলন ছড়াতে মরিয়া মোর্চা নেতারা।

Advertisement

রবিবার কালচিনি ও জয়গাঁ থানায় বিক্ষোভ দেখালেন মোর্চা সমর্থকরা। দার্জিলিঙে পুলিশের গুলিতে সমর্থকদের মৃত্যুর অভিযোগ তুলে এ দিন বিক্ষোভ দেখানো হয়েছে। গত শনিবার গরুবাথানে বন দফতরের একটি রেঞ্জ অফিস এবং কয়েকটি গাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছিল।

রবিবার দুপুর দু’টো থেকে সাড়ে তিনটে পর্যন্ত কালচিনি থানায় বিক্ষোভ দেখান প্রায় তিনশো মোর্চা সমর্থক। এ দিন জয়গাঁ থানাতে কয়েকশো মোর্চা সমর্থক ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান। মোর্চার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তথা ডুয়ার্সের নেতা অশোক লামা দাবি করেছেন, এ দিন ডুয়ার্সের সমস্ত থানায় বিক্ষোভ দেখানো হয়। ডুয়ার্স কমিটির যুগ্ম সম্পাদক বিশাল লামা বলেন, ‘‘পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ডুয়ার্স জুড়ে বিভিন্ন এলাকায় মিটিং মোমবাতি মিছিল চলছে।’’ বিকেলে বীরপাড়ায় বৈঠকে বসেন মোর্চা নেতারা। মোর্চার কেন্দ্রীয় কমিটির সহ সচিব শ্যাম থাপা বলেন, “পাহাড়ে দমন-পীড়ন চলতে থাকলে ডুয়ার্সেও বড় ধরনের আন্দোলন হবে।”

Advertisement

ডুয়ার্সের চা বলয়ে রবিবাসরীয় হাট বাজারই সারা সপ্তাহের রসদ সংগ্রহের প্রধান ভরসা। হাট ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যেও ডুয়ার্সে শান্তি রাখা নিয়ে আলোচনা শোনা গেল এ দিন। বুথে এবং ওয়ার্ডে শান্তিবাহিনী গড়ার কাজ শুরু হয়েছে বলে জানান মালবাজারের তৃণমূলের টাউন কার্যকরী সভাপতি অমিত দে। আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সহ সভাপতি তেজকুমার টোপ্পো বলেন, ‘‘ডুয়ার্সে অশান্তির চেষ্টা হলে পাল্টা প্রতিরোধ হবে। যে ভাবেই হোক ডুয়ার্সে শান্তি বজায় রাখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন