ক্রেতা সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন মামলার বিচারের জন্য উত্তরবঙ্গে আলাদা সার্কিট বেঞ্চ চালু হতে চলেছে। শিলিগুড়ির সেবকরোড়ে দুই মাইল এলাকার একটি বাণিজ্যিক ভবনে ওই সার্কিট বেঞ্চ আগামী ডিসেম্বরে চালু হবে বলে জানান ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে।
শনিবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজে সাত জেলার ক্রেতা সুরক্ষা বিভাগের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকের পর তিনি এ কথা জানিয়েছেন। মন্ত্রী বলেন, ‘‘শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে ওই ভবনে জায়গা নেওয়া হয়েছে। সেখানে সার্কিট বেঞ্চ তৈরির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ চলছে। ডিসেম্বরে তা চালু হবে। উত্তরবঙ্গের মামলাগুলির জন্য বাসিন্দাদের আর কলকাতায় স্টেট কমিশনে যেতে হবে না।’’ দক্ষিণবঙ্গের জেলাগুলির একাংশের জন্য আসানসোলে সার্কিট বেঞ্চ চালু হচ্ছে বলে জানান।
মন্ত্রীর কথায়, সহজে বাসিন্দারা যাতে অভিযোগ করতে পারেন সে জন্য ‘অ্যাপস’ চালু করবে ক্রেতা সুরক্ষা দফতর। সেই কাজ এগিয়েছে। জেলাগুলিতে জায়গা এবং নিজস্ব ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তর দিনাজপুরে জায়গা দেখা হয়েছে। জলপাইগুড়িতেও একটি জায়গা দেখার কথা রয়েছে।
ওই কাজের জন্য ১২ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেয়েছে ক্রেতা সুরক্ষা দফতর। প্রতিটি জেলায় ক্রেতা সুরক্ষা দফতরের লিগ্যাল মেট্রলজি বিভাগ, ফোরাম এবং ডিরেক্টরেটের আছে। সেগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিজস্ব ভবন হলে এক ছাদের তলায় আনা সম্ভব হবে। এ দিন পর্যালোচনা বৈঠকে ঠিক হয়েছে শিলিগুড়িতে ৩০ টি স্কুলে কনজিউমার ক্লাব গড়ে ক্রেতা সুরক্ষা বিষয়ে সচেতনতা প্রচারে জোর দেওয়ার কথা জানানো হয়। ক্রেতা সুরক্ষা বিষয় কোর্টে কনজিউমার অ্যাসিস্ট্যান্ট ব্যুরো (সিএবি) চালু করা হবে। সেখান থেকে দুঃস্থ, গরিব বাসিন্দারা নিখরচায় এ ব্যাপারে আইনি পরিষেবা পাবেন। শিক্ষক দিবস পালনের জন্য রাজ্যের ৮০০ টি কলেজকে ক্রেতা সুরক্ষা দফতরের তরফে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে।