নতুন দুয়ারবক্সি অমিয়-ভ্রাতা অজয়

দাদার প্রয়াণে শূন্য হওয়া পদে বসলেন তাঁর ভাই। প্রয়াত অমিয় দেববক্সির জায়গায় নতুন ‘দুয়ারবক্সি’ হলেন তাঁর ভাই অজয়বাবু।

Advertisement

অরিন্দম সাহা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ০৫:২৩
Share:

অজয় দেববক্সি

দাদার প্রয়াণে শূন্য হওয়া পদে বসলেন তাঁর ভাই। প্রয়াত অমিয় দেববক্সির জায়গায় নতুন ‘দুয়ারবক্সি’ হলেন তাঁর ভাই অজয়বাবু।

Advertisement

ওই ব্যাপারে কোচবিহারের দেবোত্তর ট্রাস্ট বোর্ডের তরফে অজয়বাবুকে চিঠি পাঠানো হয়েছে। গত অক্টোবরে অষ্টমী পুজোর দিন অমিয়বাবুর মৃত্যু হয়। বোর্ডের সভাপতি, কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা বলেন, “সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজ আমলের ঐতিহ্য বজায় রাখতে দুয়ারবক্সির দায়িত্ব পালনে চিঠি দেওয়া হয়েছে।” অজয়বাবু বলেন, “দাদার অসুস্থতার সময় একাধিকবার ওই দায়িত্ব পালন করতে হয়েছে। এ বার দাদার অবর্তমানে পাকাপাকিভাবে দায়িত্বপ্রাপ্তির চিঠি পেয়েছি। পরম্পরা মেনে নিষ্ঠা সহকারে ওই দায়িত্ব পালন করতে চাই।’’

দেবোত্তর সূত্রে জানা গিয়েছে, রথের দড়িতে প্রথম টান দেওয়া হোক বা দোল সওয়ারির অনুষ্ঠান— সবেতেই রাজ পরিবারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন ‘দুয়ারবক্সি’। রাজাদের আমল থেকে বংশানুক্রমিকভাবে ওই দায়িত্ব পালন করে আসছিলেন অজয়বাবুর দাদা অমিয় দেববক্সি। ‘দুয়ারবক্সি’র দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে সাম্মানিকও পেতেন তিনি। অজয়বাবুকেও মাসে দু’হাজার টাকা সাম্মানিক দেবে বোর্ড। অজয়বাবু বলেন, “বংশানুক্রমিক এমন কাজে সাম্মানিক টাকার অঙ্ক নয়, এই সম্মানটাই বড় গৌরবময় ব্যাপার।”

Advertisement

বোর্ড সূত্রের খবর, রাজ-আমলে ওই দায়িত্ব পালন করেছেন অজয়বাবুর ঠাকুরদা প্রসন্নকুমার দেববক্সি। ১৯৫৭ সালে মৃত্যুর আগে পর্যন্ত তাঁর বাবা অমূল্যবাবু দায়িত্বপালন করেন। অমূল্যবাবুর মৃত্যুর পর তাঁর বড় ছেলে অমিয়বাবু দুয়ারবক্সির দায়িত্ব পালন করেন। অমিয়বাবুর মৃত্যুর পর বড়দেবী পুজোতে প্রাচীন রীতি অনুযায়ী দুয়ারবক্সির কিছু দায়িত্বও পালন করেন রাজপুরোহিত হীরেন ভট্টাচার্য। ট্রাস্টের এক কর্মী জয়ন্ত চক্রবর্তী জানান, সরস্বতী পুজোর দিন দোলের আবির তোলার রীতিপালনের মাধ্যমে নতুন দুয়ারবক্সি তাঁর দায়িত্ব পালন শুরু করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement