মহিলা চালকদের জন্য নয়া বিধি

স্কুটার বা মোটরবাইক হোক বা গাড়ি, চালকের আসনে মহিলা থাকলেই কাগজপত্র পরীক্ষার জন্য অবশ্যই থাকতে হবে মহিলা পুলিশ কর্মীকে। গোশালা মোড়ের ঘটনার জেরে জলপাইগুড়িতে পুলিশকে এ বার এমনই নির্দেশ দিলেন জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি৷ ইতিমধ্যেই বিষয়টি জেলার বিভিন্ন থানাকে জানিয়েও দেওয়া হয়েছে৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৩১
Share:

স্কুটার বা মোটরবাইক হোক বা গাড়ি, চালকের আসনে মহিলা থাকলেই কাগজপত্র পরীক্ষার জন্য অবশ্যই থাকতে হবে মহিলা পুলিশ কর্মীকে। গোশালা মোড়ের ঘটনার জেরে জলপাইগুড়িতে পুলিশকে এ বার এমনই নির্দেশ দিলেন জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি৷ ইতিমধ্যেই বিষয়টি জেলার বিভিন্ন থানাকে জানিয়েও দেওয়া হয়েছে৷ গোশালা মোড়ে যুবতীকে লাঠি দিয়ে মারায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করেছে পুলিশ৷ অভিযুক্ত ব্যক্তি এ দিন আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান। যে পুলিশ আধিকারিকের নেতৃত্বে গাড়ির কাগজ পরীক্ষা চলছিল তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার রাতে জলপাইগুড়ির গোশালা মোড়ে মোটর সাইকেলের কাগজপত্র পরীক্ষার সময় স্কুটি আরোহী এক যুবতীকে লাঠি দিয়ে মারার অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে৷ যার জেরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ জনতার ক্ষোভের মুখে পড়ে প্রথমে এলাকা ছেড়ে পালাতে হয় দায়িত্বে থাকা পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের৷ পরে কোতয়ালি থানার বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়৷ রাতেই রেজ্জাক আলি নামের ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী৷

তবে গোশালা মোড়ের এই ঘটনার পরেই চালকদের কাগজ-পত্র চেক করার ক্ষেত্রে জলপাইগুড়িতে এ বার নিয়ম বদলাচ্ছে পুলিশ৷ এ ব্যাপারে এ দিনই জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতির নির্দেশ বিভিন্ন থানায় জানিয়ে দেওয়া হয়েছে৷ পুলিশ সুপার বলেন, ‘‘এ ধরনের ঘটনা রুখতে এখন থেকে শুধুমাত্র মহিলা পুলিশ কর্মীরাই মহিলা চালকদের কাগজপত্র পরীক্ষা করতে পারবেন। আপাতত এই নিয়মই চালু থাকবে৷’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন