বিক্ষোভের তিন দিন পরেই চুরি কালিয়াচকে

তিনদিন আগেই চুরির ঘটনার প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন ব্যবসায়ীরা। নিরাপত্তা চেয়ে থানায় স্মারকলিপিও দেওয়া হয়েছিল। তারপরেও ফের চুরির ঘটনা ঘটল মালদহের কালিয়াচকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০১:৪৬
Share:

তিনদিন আগেই চুরির ঘটনার প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন ব্যবসায়ীরা। নিরাপত্তা চেয়ে থানায় স্মারকলিপিও দেওয়া হয়েছিল। তারপরেও ফের চুরির ঘটনা ঘটল মালদহের কালিয়াচকে।

Advertisement

বৃহস্পতিবার গভীর রাতে থানা সংলগ্ন এলাকায় এক পাইকারি কাপড়ের দোকানে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে তা জানা যায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

মালদহের মার্চেন্ট চেম্বার অব কর্মাসের জেলা সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, ‘‘পরপর চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন কালিয়াচকের ব্যবসায়ীরা। এমন চলতে থাকলে এলাকাতে ব্যবসা চালানো দায় হয়ে উঠবে।’’ ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে না পারলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন জেলা ব্যবসায়ী সংগঠনের সম্পাদক উজ্জ্বলবাবু। তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ। তিনি বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।’’

Advertisement

জানা গিয়েছে, কালিয়াচক থানা থেকে মাত্র ৫০ মিটার দূরে জগৎ বাটরার পাইকারি কাপড়ের দোকান। জগৎবাবু কালিয়াচকের মাস্টারপাড়ার বাসিন্দা। এ দিন সকাল ন’টায় দোকানে গিয়ে তাঁরা দেখতে পান সাটার ভাঙা রয়েছে। দোকানের সামনে গাড়ির চাকার চিহ্নও ছিল বলে জানান তাঁরা। তাদের দাবি, সাটার তুলে তাঁরা দেখেন দোকানের সমস্ত পণ্য লন্ডভন্ড হয়ে রয়েছে। প্রায় দশ লক্ষ টাকার পণ্য চুরি গিয়েছে বলে জগৎবাবুর দাবি। গত বৃহস্পতিবার রাত দশটায় দোকান বন্ধ করে বাড়ি যান তিনি ও তাঁর ভাই। থানাতে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি।

কালিয়াচক ব্যবসায়ী সংগঠন সূত্রে জানা গিয়েছে, এক বছরে কালিয়াচক মার্কেট এলাকায় প্রায় ৪০টি চুরির ঘটনা ঘটেছে। পুলিশ কোনও ঘটনারই কিনারা করতে পারেনি বলে দাবি ব্যবসায়ীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement