উন্নয়ন পর্ষদে গৌতম, জোর কালিম্পঙে

নতুন জেলা কালিম্পঙের পরিকাঠামো উন্নয়নই আপাতত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অগ্রাধিকার। চলতি মাসে কালিম্পংকে পৃথক জেলা ঘোষণার দিনই কোন কোন পরিকাঠামো তৈরি হবে, তার রূপরেখা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৪
Share:

কালিম্পঙের মর্গান হাউস। ফাইল চিত্র।

নতুন জেলা কালিম্পঙের পরিকাঠামো উন্নয়নই আপাতত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অগ্রাধিকার। চলতি মাসে কালিম্পংকে পৃথক জেলা ঘোষণার দিনই কোন কোন পরিকাঠামো তৈরি হবে, তার রূপরেখা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেল সরিয়ে ম্যাল, নতুন কয়েকটি পর্যটন কেন্দ্র তৈরি, পুরনো কেন্দ্রগুলিকে সংস্কার করা হবে বলে ঘোষণা করেছিলেন তিনি। সেগুলি রূপায়ণ ও অন্য পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনাও করবে পর্ষদ। পর্ষদের নতুন চেয়ারম্যান মনোনীত হয়ে শুক্রবার এমনটাই জানিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। গত বৃহস্পতিবারই নবান্ন থেকে নির্দেশ পাঠিয়ে গৌতমবাবুকে পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। পর্ষদ ছাড়াও পর্যটন দফতরও কালিম্পং নিয়ে বেশ কিছু পদক্ষেপ শুরু করেছে। সেই পরিকল্পনাগুলিও এ দিন ঘোষণা করা হয়েছে।

Advertisement

উত্তরবঙ্গের সাত জেলার পরিকাঠামো পরিকল্পনা এবং রূপায়ণের দায়িত্ব ছিল পর্ষদের। কালিম্পং নতুন জেলা হওয়ার পরে পর্ষদ পৃথক পরিকল্পনা করবে সেই জেলার জন্যেও। এ দিন গৌতমবাবু বলেন, ‘‘পর্ষদের চেয়ারম্যান হিসেবে অগ্রাধিকার থাকবে নতুন জেলা কালিম্পংই। পর্ষদই পরিকল্পনা করে অর্থ বরাদ্দ করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের কোনও সমস্যা হবে না।’’

তৃণমূলের প্রথম জমানায় উন্নয়ন পর্ষদের মাথায় ছিলেন মুখ্যমন্ত্রী নিজে। কিন্তু গত বছর বিধানসভা ভোটের পরে ইসলামপুরে পরাজিত তৃণমূল প্রার্থী করিম চৌধুরীকে পর্ষদের চেয়ারম্যান করা হয়। সম্প্রতি কানাইয়ালাল অগ্রবাল তৃণমূলে যোগ দেওয়ার পরে করিম চৌধুরীর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল। তার পরে ইসলামপুর কলেজে গোলমালের পরে সেই দূরত্ব আরও বাড়ে। বস্তুত, সেই ঘটনার পরে করিম চৌধুরীকে পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনাচক্রে, এ দিনই তিনি তৃণমূল ছেড়ে নতুন দলও গঠন করেন।

Advertisement

পরিকল্পনায় নয়া জেলা

• হেরিটেজ মর্গান হাউসে...
নয়া টুইন কটেজ, রেস্তোরাঁ, স্টেপ আপ গার্ডেন। পূর্ণাঙ্গ সংস্কার

• হিলটপ অতিথি নিবাসে...
নয়া কটেজ, বাগান, ক্যাফেটেরিয়া। পূর্ণাঙ্গ সংস্কার

• লিন্ডসে-তে অ্যাডভেঞ্জার ট্যুরিজম চালু

• ঝালঙে নতুন অতিথি নিবাস, ব্যাটমিন্টন-টেনিস কোর্ট

• লাভা-কালিম্পং ২৩ কিমি রাস্তার সংস্কার

• জেলার পরিকাঠামো উন্নয়নে প্রকল্প উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বছরখানেক ধরে পর্ষদের কমিটির কোনও বৈঠক হয়নি। নতুন প্রকল্প ঘোষণা হয়নি দেড় বছর ধরে। আড়াইশোরও বেশি প্রকল্প অর্ধসমাপ্ত হয়ে রয়েছে। তাকেই এ বার চাঙ্গা করতে চাইছেন গৌতম। কমিটির ভাইস চেয়ারম্যান জন আন্দোলন পার্টির প্রধান হরকাবাহাদুর ছেত্রী। এই দু’জন ছাড়াও কমিটিতে রয়েছেন আরও ১৩ সদস্য। হরকা বলেন, ‘‘পর্ষদ সক্রিয় ভাবে কাজ করবে, এটাই আশা করছি। বৈঠকে উন্নয়নের সুনির্দিষ্ট প্রস্তাব দেব।’’

কালিম্পঙের ঝালঙে নতুন রিসর্ট বানানোর সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দফতর। রাজ্য বিদ্যুৎ পর্ষদের কয়েকটি পরিত্যক্ত আবাসন রয়েছে সেখানে। পর্যটকদের ব্যাডমিন্টন-টেনিস খেলার জন্য সেখানে কোর্টও তৈরি হচ্ছে। সেগুলি সংস্কার করে প্রয়োজনে ভেঙে নতুন রিসর্ট তৈরি হবে।

লাভা থেকে কালিম্পঙের রাস্তা সংস্কারের কাজও শুরু হয়েছে। হিলটপ-মর্গান হাউসের সংস্কারের ডিপিআর-ও আগামী মাসে তৈরি হয়ে যাবে বলে দাবি করেছেন পর্যটনমন্ত্রী। সব মিলিয়ে শুধু পর্যটনেই অন্তত একশো কোটি টাকার কাজ হতে চলেছে নতুন জেলা কালিম্পঙে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন