পুজোয় নতুন ট্রেন চালুর চেষ্টা মন্ত্রীর

পুজোর মরসুমে উত্তরবঙ্গে যাতায়াত করা ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ছে। কলকাতা যাতায়াতের প্রায় প্রতিটি ট্রেনে পুজোর সময় ‘ওয়েটিং লিস্ট’ ৫০০ বা তারও বেশি। প্রতিদিন আরও অন্তত দুই হাজার বেশি যাত্রী যাতে যাতায়াত করতে পারেন সে জন্য উত্তরপূর্ব সীমান্ত রেল এবং দক্ষিণপূর্ব সীমান্ত রেলের ম্যানেজারকে চিঠি দিয়ে পুজোর সময় নতুন ট্রেন চালুর জন্য আবেদন করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

Advertisement
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০২:০৫
Share:

পুজোর মরসুমে উত্তরবঙ্গে যাতায়াত করা ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ছে। কলকাতা যাতায়াতের প্রায় প্রতিটি ট্রেনে পুজোর সময় ‘ওয়েটিং লিস্ট’ ৫০০ বা তারও বেশি। প্রতিদিন আরও অন্তত দুই হাজার বেশি যাত্রী যাতে যাতায়াত করতে পারেন সে জন্য উত্তরপূর্ব সীমান্ত রেল এবং দক্ষিণপূর্ব সীমান্ত রেলের ম্যানেজারকে চিঠি দিয়ে পুজোর সময় নতুন ট্রেন চালুর জন্য আবেদন করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার রাজ্য সরকারের কাজের খতিয়ান নিয়ে শিলিগুড়ির দীনবন্ধুমঞ্চে দুই দিনের অনুষ্ঠানের উদ্বোধনে এ কথা জানান তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘পুজোর মুসুমে ট্রেনগুলিতে জায়গা নেই। বাড়তি দুই হাজার লোক যাতে প্রতিদিন যাতায়াত করতে পারে সে জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।’’ প্রথম শ্রেণির বাতানুকূল এবং সাধারণ কামরাও দিতে বলেছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক, শিল্পোদ্যোগীরা যাতে আসতে পারে সে জন্য বাংলাদেশ, নেপাল, ভুটান এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমান বাগডোগরা বিমানবন্দরে ওঠা-নামার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement