Cooch Behar

মহিলা ভোটারের সংখ্যাও বেড়েছে

গত লোকসভার তুলনায় ভোটার বেড়েছে ৪৭ হাজার ৩৪৪ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৫৭
Share:

প্রতীকী ছবি।

প্রায় ৪৭ হাজার ভোটার বাড়ল কোচবিহারে। বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ভোটার বৃদ্ধি স্বাভাবিক বলেই জেলা প্রশাসনের দাবি। বাংলাদেশ সীমান্ত লাগোয়া সিতাইয়ে সবথেকে বেশি ভোটার বেড়েছে।

Advertisement

জেলা প্রশাসন সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনের সময়ে কোচবিহার জেলায় ভোটারের সংখ্যা ছিল ২২ লক্ষ ৫২ হাজার ৭৫০। গত বছর ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকায় ভোটার ছিল ২২ লক্ষ ৫৪ হাজার ৯৬৫। চূড়ান্ত তালিকায় ওই সংখ্যা দাঁড়ায় ২৩ লক্ষ ৯৪। গত লোকসভার তুলনায় ভোটার বেড়েছে ৪৭ হাজার ৩৪৪ জন। খসড়া তালিকা থেকে ভোটার বৃদ্ধি হয়েছে ৪৫ হাজার ১২৯ জন। তাঁদের মধ্যে ২১ হাজার ৭৬৬ জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার ২৩ হাজার ৩৬৩ জন। মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলক ভাবে বেড়েছে।

কমিশন সূত্রেই জানা গিয়েছে, লোকসভা ভোটের নিরিখে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটার ছিল ২ লক্ষ ১৬ হাজার ৫৪০। এ বারে তা বেড়ে হয়েছে ২ লক্ষ ২১ হাজার ৪০২। ৪ হাজার ৮৬২ জন ভোটার বেড়েছে ওই বিধানসভা কেন্দ্রে। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে ভোটার ছিল ২ লক্ষ ৪১ হাজার ৪৩৪। এ বারে তা বেড়ে হয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৫২১। ভোটার বেড়েছে ৩ হাজার ৮৭। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে ভোটার ছিল ২ লক্ষ ৭১ হাজার ২২। এ বারে তা বেড়ে হয়েছে ২ লক্ষ ৭৭ হাজার ৩৬০। ভোটার বেড়েছে ৬ হাজার৩৩৮ জন।

Advertisement

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটার ছিল ২ লক্ষ ২৩ হাজার ২৬। এ বারে তা বেড়ে হয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৪০৯। ভোটার বেড়েছে ৫ হাজার ৩৮৩। শীতলখুচি বিধানসভা কেন্দ্রে ভোটার ছিল ২ লক্ষ ৭৫ হাজার ৪১৫। এ বারে তা বেড়ে হয়েছে ২ লক্ষ ৮০ হাজার ৬৮৪। ভোটার বেড়েছে ৫ হাজার ২৬৯ জন।

সিতাই বিধানসভা কেন্দ্রে ভোটার ছিল ২ লক্ষ ৭৬ হাজার ৯৫৮। এ বারে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৪ হাজার ৫৬৯। ভোটার বেড়েছে ৭ হাজার ৬১১। দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৮৭ হাজার ৯৬৬। এ বারে দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ৭৪১। ভোটার বেড়েছে ৬ হাজার ৭৭৫ জন। নাটাবাড়ি কেন্দ্রে ভোটার ছিল ২ লক্ষ ৩৪ হাজার ৮৩৯। এবারে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ২৭৩। ভোটার বেড়েছে ৪ হাজার ৪৩৪ জন। তুফানগঞ্জে ভোটার ছিল ২ লক্ষ ২৫ হাজার ৫৫০। বেড়ে হল ২ লক্ষ ২৯ হাজার ১৩৫। ভোটার বেড়েছে ৩ হাজার ৫৮৫। সবচেয়ে কম বৃদ্ধি হয়েছে মাথাভাঙায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন