সুপারের মন্তব্যের জেরে ক্ষুব্ধ নার্সরা

রোগীদের কিছু আত্মীয়দের কাছে প্রায় হেনস্থা হতে হয়। এ বার খোদ সুপারে কাছেই শুনতে হল কুরুচিকর মন্তব্য। যার প্রতিবাদে বুধবার দুপুরে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তথা সহ অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন নার্সদের একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০১:৫২
Share:

প্রতিবাদ: হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ নার্সদের। বুধবার মালদহ মেডিক্যালে। নিজস্ব চিত্র

রোগীদের কিছু আত্মীয়দের কাছে প্রায় হেনস্থা হতে হয়। এ বার খোদ সুপারে কাছেই শুনতে হল কুরুচিকর মন্তব্য। যার প্রতিবাদে বুধবার দুপুরে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তথা সহ অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন নার্সদের একাংশ।

Advertisement

এমনকী, মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে গিয়েও সুপার ও চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। যার জেরে এ দিন দুপুর থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনে। সুপার অমিতকুমার দাঁ ভুল স্বীকার করে নিলেও, আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নার্সেরা।

মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৬ মার্চ রাতে মহিলা বিভাগের এক রোগীর মৃত্যু হয়। ঘটনায় রোগীর আত্মীয়েরা অভিযোগের আঙুল তোলেন নার্সদের বিরুদ্ধে। ঘটনার পরিপেক্ষিতে গত মঙ্গলবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সিং সুপার আভা দত্তকে ভর্ৎসনা করেন সুপার অমিতবাবু। সেই সময়ই নার্সদের উদ্দেশে অমিতবাবু কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। বিষয়টি ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নার্সিংকর্মীরা।

Advertisement

এ দিন দুপুর ২টা নাগাদ সকালের ডিউটি করার পর শতাধিক নার্স জড়ো হন অমিতবাবুর দফতরে। সেখানে তাঁকে প্রায় দেড় ঘন্টা ধরে ঘেরাও করে রাখা হয়। তারপরে সুপার ও চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রতীপ কুণ্ডুর কাছে গিয়ে অভিযোগ জানান নার্সেরা। তাঁদের অভিযোগ, চিকিৎসকদের একাংশ ঠিক মতো বিভাগে আসেন না। যার প্রভাব পড়ে বিভাগের কর্তব্যরত নার্সদের উপরে। এমনকী, রোগীর আত্মীয়দের ক্ষোভের মুখেও পড়তে হয়।

নার্সিং সুপার আভা দত্ত বলেন, ‘‘গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হোক। তবে আমাদের উদ্দেশ্যে এমন কুরুচিকর মন্তব্য কখনও মেনে নেব না। কারন প্রায়ই রোগীর আত্মীয়দের কাছে আমাদের হেনস্থা হতে হয়।’’ সুপার অমিতবাবু বলেন, ‘‘আমি আমার মন্তব্যের জন্য নার্সিং স্টাফদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি।’’ নার্সদের দাবি দাওয়া খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ প্রতীপবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন