পরিত্যক্ত ব্যাগে রাখা বোমা ফেটে জখম ১

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০২:০২
Share:

মালদহ মেডিক্যালে আহত রহিত রাম। —নিজস্ব চিত্র।

জমি থেকে পরিত্যক্ত ব্যাগ তুলতে গিয়ে বিষ্ফোরণে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। সোমবার সকালে পুরাতন মালদহের সাহাপুরের মাধাইপুরে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম রোহিত রাম। তিনি ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। তিনি বলেন, এ দিন সকালে জমিতে একটি কালো ব্যাগ পরে থাকতে দেখে তা তুলে খুলতেই দেখি একটি সুতো দিয়ে বাঁধা বোমা রয়েছে। তারপরেই বোমাটি আমার হাত থেকে পড়ে গিয়ে ফেটে যায়।’’

ভোটের মুখে পুরাতন মালদহে বোমা বিষ্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে এলাকায় বোমা বিষ্ফোরণ নিয়ে শুরু হয়েছে কংগ্রেস তৃণমূলের তরজা। তৃণমূলের দাবি, কংগ্রেস, সিপিএম সন্ত্রাস করার জন্য এলাকায় বোমা মজুত করছে। অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। এই বিষয়ে মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, এলাকায় বোমা কি ভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এ দিন সকালে পুরাতন মালদহের মুচিয়াতে তৃণমূলের পতাকা পোড়ানো হয়েছে বলে অভিযোগ করেন দলীয় নেতৃত্ব। তৃণমূলের কার্যকরী সভাপতি তথা ওই কেন্দ্রের প্রার্থী দুলাল সরকার বলেন, ‘‘কংগ্রেস সিপিএমের কর্মীরা রাতের অন্ধকারে আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে। এছাড়া এ দিন বোমা বিষ্ফোরণে এক ব্যক্তি জখম হয়েছেন।আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাব।’’ অপরদিকে ওই কেন্দ্রের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তথা বিধায়ী বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার বলেন, ‘‘পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের ক্ষমতায় আমরাই রয়েছি। তাই নির্বাচনে আমাদের কখনও বোমা, গুলির প্রয়োজন হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন