Kaliaganj

মৃতদের পরিবারের পাশে বাম সংগঠন, কটাক্ষ বিরোধীর

এ দিন সকালে তিন বাড়িতে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন মীনাক্ষী-সহ প্রতিনিধি দলের সদস্যেরা।

Advertisement

বিকাশ সাহা 

কালিয়াগঞ্জ শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১০:২২
Share:

জনসভায় মীনাক্ষী। নিজস্ব চিত্র

রাধিকাপুরের চাঁদগাঁওয়ে গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মণের পরিবারে চাকরির ব্যবস্থা করা-সহ কালিয়াগঞ্জের মৃত নাবালিকার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে মিছিল ও জনসভা করল এসএফআই, ডিওয়াইএফআই-সহ পাঁচটি বাম সংগঠন। বৃহস্পতিবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক পুলিনবিহারী বাস্কে, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সভানেত্রী কণীনিকা ঘোষ বোস, এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য নবনীতা চক্রবর্তী প্রমুখ।

Advertisement

এক মাসের মধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, রাধিকাপুরের চাঁদগাঁওয়ে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর অভিযোগ ও উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে পাঁচ মাসের পুত্রসন্তানকে ব্যাগে করে কালিয়াগঞ্জের মোস্তাফানগর পঞ্চায়েতের ডাঙিপাড়ায় অসহায় বাবার ফিরে আসার অভিযোগ উঠেছে। এ দিন সকালে তিন বাড়িতে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন মীনাক্ষী-সহ প্রতিনিধি দলের সদস্যেরা। ন্যায় বিচারে তিন পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। বিকেলে শান্তি, সম্প্রীতি, ঐক্য ও ন্যায় বিচারের বার্তা দিয়ে কালিয়াগঞ্জ শহরে মিছিল করেন সংগঠনের নেতা-কর্মীরা। পরে, মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে জনসভার আয়োজন করা হয়।

মীনাক্ষী এ দিন বলেন, ‘‘এক মাসে কালিয়াগঞ্জে তিন মায়ের কোল ফাঁকা হয়েছে। শান্ত কালিয়াগঞ্জকে অশান্ত করার চেষ্টা করেছে কিছু মানুষ।’’ পুলিশ ‘তাদের’ সাহায্য করায় পর পর এমন ঘটনা ঘটেছে বলে মত তাঁর। তিনি আরও বলেন, ‘‘যাঁরা পেটে ভাত দিতে পারছেন না, হাতে কাজ দিতে পারছেন না, তাঁরা ভোটের আগে, মানুষে মানুষে লড়াই লাগিয়ে দিচ্ছেন। ভোটের আগে, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি ও তৃণমূল তাদের পুরনো ফর্মুলা ফের কাজে লাগাতে চাইছে।’’

Advertisement

নাবালিকা মৃত্যুর অভিযোগে মীনাক্ষীর প্রশ্ন, ‘‘কারা মেয়েটিকে ডেকে নিয়ে গেল? নাবালিকার দেহ পাওয়ার পরে, কোন জনপ্রতিনিধি বলে দিলেন অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করছে? কোন পুলিশ অফিসার এত বড় ডাক্তারের বাবা হয়ে গেলেন যে, ময়না-তদন্তের আগে বলে দিলেন নাবালিকার পেটে বিষ পাওয়া গেছে?’’

থানা ভাঙচুরের দিন পুলিশের উপরে আক্রমণের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘‘পুলিশের উর্দির পিছনে থেকে যাঁরা অন্য ভাবে উপার্জনের পথ বেছে নিয়েছেন, তাঁদের জন্য আজ পুলিশ মার খাচ্ছে।’’ কালিয়াগঞ্জের পাঁচ মাসের শিশুকে হাসপাতাল থেকে ‘রেফার’ করা নিয়ে তাঁর অভিযোগ, ‘‘পশ্চিমবঙ্গের হেলথ সেন্টার থেকে মেডিক্যাল কলেজ—সবটাই রেফার সেন্টারে পরিণত হয়েছে। রাজ্যে অ্যাম্বুল্যান্সের সিন্ডিকেট-রাজ চালাচ্ছে তৃণমূল।’’

তৃণমূলের জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়ের পাল্টা অভিযোগ, ‘‘বিধানসভা ও পুরভোটে বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছিল সিপিএম। বলেছিল, ‘আগে রাম, পরে বাম’। আজ পঞ্চায়েত ভোটের আগে, রাজনৈতিক ফায়দা তোলার জন্য ভুলভাল বকা শুরু করেছে সিপিএম।’’ জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘‘ঘটনার এক মাস পরে, কালিয়াগঞ্জে এসে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন উনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন