পরেশ কি যাচ্ছেন তৃণমূলে, জল্পনা

দলীয় সূত্রের খবর, কয়েকদিন আগে মেখলিগঞ্জে রটে যায়, কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০৩:১৪
Share:

নিজস্ব চিত্র।

প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ অধিকারীর তৃণমূলে যোগদানের খবরে মেখলিগঞ্জে দিনভর চলল জল্পনা। ফরওয়ার্ড ব্লকের স্থানীয় অত্যুৎসাহী কিছু নেতা-কর্মীরা মঙ্গলবার পরেশের বাড়ি গিয়ে তা জানতেও চেয়েছেন বলে খবর।

Advertisement

সম্প্রতি গঠিত চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে পরেশকে রাজ্য সরকার বসিয়েছে বলে যে খবর প্রশাসনের অন্দরে রটেছে তা নিয়েও অনেকে কৌতূহলী। যদিও পরেশ নিজে বলেছেন, ‘‘এখনও ফরওয়ার্ড ব্লকেই আছি। চেয়ারম্যান হওয়ার বিষয়ে কিছু জানা নেই। আমার সম্পর্কে যা কথা শোনা যাচ্ছে তা নিয়ে আমারও কিছু বলার আছে। যথাসময়ে বলব। তেমন হলে, বুধবারই বলব।’’

এ দিন ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়ে বসে পরেশ আজ, বুধবার রাজ্য জুড়ে ফরওয়ার্ড ব্লকের কর্মসূচি নিয়ে বিভিন্ন অঞ্চলের নেতাদের সঙ্গে দিনভর কথা বলেছেন। তিনি বলেন, ‘‘বুধবার দুপুর ১টা থেকে মেখলিগঞ্জ থানার সামনে ও ২টো থেকে মহকুমাশাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে।’’

Advertisement

তবে পর্ষদের চেয়ারম্যান অর্ঘ্য রায় প্রধানকে সরিয়ে পরেশকে বসানোর বিষয়টি প্রশাসনের অনেকে স্বীকার করেছেন। পরেশ বিজ্ঞপ্তির বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের সচিব তথা মেখলিগঞ্জের মহকুমাশাসক অপ্রতিম ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ওয়েবসাইটেই নতুন চেয়ারম্যানের বিষয়টি জেনেছি।’’

আন্তর্জাতিক স্থলবন্দর চ্যাংরাবান্ধা এলাকার জন্য মুখ্যমন্ত্রী চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদ গঠন করেন। পর্ষদের আওতায় মেখলিগঞ্জ মহকুমাকে অন্তর্ভূক্ত করা হয়। কিন্তু বাসিন্দাদের একাংশের অভিযোগ, নামে চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদ হলেও উন্নয়ন কাজের বেশির ভাগই হলদিবাড়িতে হচ্ছে। পর্ষদের কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগও জানান পরেশ।

দলীয় সূত্রের খবর, কয়েকদিন আগে মেখলিগঞ্জে রটে যায়, কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ। তৃণমূল সূত্রের দাবি, সোমবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কথা বলেন পরেশের সঙ্গে। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement