স্কুল কবে খুলবে, সংশয়ে দাড়িভিট

সোমবার মহালয়ার ছুটি। মঙ্গলবার ওই  স্কুলের শিক্ষকেরা এক সঙ্গে মিলে সিদ্ধান্ত নেবেন, কী করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ০৩:৩৯
Share:

—ফাইল চিত্র।

পুজোর আগে স্কুল খুলবে কি না, তা নিয়েই এখনও অনিশ্চিয়তা থেকেই গিয়েছে। কী হবে এলাকার ১৯০০ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তা নিয়েই উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যেই। শিক্ষামন্ত্রীর নির্দেশের পর কয়েক দিন কেটে গেলেও স্কুল খুলেনি দাড়িভিট হাইস্কুলের। মঙ্গলবার স্কুল খোলার বিষয়ে আদৌও কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জেলার ভারপ্রাপ্ত স্কুল পরিদর্শক সুজিত কুমার মাইতি বলেন, ‘‘শিক্ষকেরা স্কুলে যান। পাশের স্কুলতো খুলেই গিয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা শুরু করেছে। ধরেই নিতে হবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। প্রশাসনের সঙ্গে কথা বলছি বিষয়টি নিয়ে।’’

Advertisement

সোমবার মহালয়ার ছুটি। মঙ্গলবার ওই স্কুলের শিক্ষকেরা এক সঙ্গে মিলে সিদ্ধান্ত নেবেন, কী করা হবে। এক শিক্ষক সুদীপ্ত কুমার সিংহ বলেন, ‘‘প্রতিদিনই চেষ্টা রয়েছে আমাদের। মঙ্গলবার শিক্ষকেরা এক সঙ্গে দেখা করব। দেখি কী হয়।’’

দাড়িভিট কাণ্ডের পরে কেটে গিয়েছে বেশ কিছু দিন। তার পর থেকে স্কুল বন্ধ।

Advertisement

শুধু তাই নয়, স্কুলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা গুরুত্বপূর্ণ কাগজও। এলোমেলো সমস্ত কিছুই। এর মধ্যে দিয়েই স্কুল খুলবে কবে তা নিয়েই ছাত্রছাত্রীদের মধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা তা নিয়েই চিন্তায় অভিভাবক মহলও।

যদিও তদন্ত শুরু না পর্যন্ত স্কুল খুলতে রাজি নন নিহত রাজেশ ও তাপসের মায়েরা। সে কারণে পুজোর আগে স্কুল খুলবে কি না, তা নিয়েও সংশয়ও বাড়ছে। ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল অগ্রবাল বলেন, ‘‘শিক্ষকেরা আতঙ্কিত নিরাপত্তা নিয়ে। এলাকার মানুষকে বুঝিয়েই স্কুল খোলার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement