জমে গেল ফুটবল লিগ

জলপাইগুড়ি সুপার ডিভিশন লিগের খেলায় জিতলো রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন (আরএসএ)। বুধবার জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত খেলায় আরএসএ ৬-১ গোলে মিলন সঙ্ঘকে হারিয়ে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৩
Share:

জলপাইগুড়ি সুপার ডিভিশন লিগের খেলায় জিতলো রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন (আরএসএ)। বুধবার জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত খেলায় আরএসএ ৬-১ গোলে মিলন সঙ্ঘকে হারিয়ে দেয়। এ দিন জেতার ফলে সুপার ডিভিশন লিগ জয়ের লক্ষে একধাপ এগিয়ে গেল আরএসএ। সুপার ডিভিশন লিগের নেতাজি মডার্ন ক্লাব এবং আরএসএ দুটি দলই এগিয়ে আছে। কোন দল চ্যাম্পিয়ণ হবে সেটাই এখন দেখার।আকর্ষনীয় জায়গায় পৌঁছেছে জলপাইগুড়ির সুপার ডিভিসন লিগ।

Advertisement

এদিন আরএসএর পক্ষে শ্রীকুমার কার্জী একটি, রঞ্জিত ওড়াঁও একটি, সঞ্জু কুজুর এবং নরেশ বাগ দুটি করে গোল দেয়। মিলন সঙ্ঘের রকি ছেত্রী একটি গোল শোধ দেয়।

জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন লিগের পাঁচটি খেলা বাকি আছে। পরবর্তী খেলাগুলি শুরু হবে এমাসের ১৩ তারিখ থেকে। চলবে ১৯ তারিখ পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement