শান্তি চেয়ে মোদীকে আবেদন

সংগঠনের মুখপাত্র শক্তি শর্মা বলেন, ‘‘আমরা কেন্দ্র, রাজ্যের কাছে আলোচনা করে সমস্যা মেটানোর আবেদন করছি। প্রধানমন্ত্রীর দফতরে ই মেলও করা হয়েছে। আমরা শান্তি, উন্নয়ন চাই। পাহাড় সমতলের ভাইবোনেরা একসঙ্গে থাকবেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ০২:৩৫
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।—ফাইল চিত্র।

পাহাড়-সমতলে হিংসা, বিদ্বেষ বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন নেপালি ভাষাভাষি একদল যুবক যুবতী।

Advertisement

সম্প্রতি তরাই-এ ‘গোর্খা পিস ফোরাম’ নাম দিয়ে একটি সংগঠনও তৈরি করেছেন তাঁরা। সোমবার শিলিগুড়িতে সংগঠনের তরফে জানানো হয়েছে, আলাদা রাজ্যের দাবি নিয়ে আন্দোলন হচ্ছে। এর পক্ষে বা বিপক্ষে তাঁরা নেই। কিন্তু তা নিয়ে সমতলের মানুষের সঙ্গে পাহাড়ের মানুষের দূরত্ব বাড়াটা কাম্য নয়। পাহাড়ে হিংসার অভিযোগ উঠেছে। তেমনিই, সমতলে গাড়ি ভাঙচুর করা হচ্ছে। রোজ দুই জায়গায় মিছিল হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার।

সংগঠনের মুখপাত্র শক্তি শর্মা বলেন, ‘‘আমরা কেন্দ্র, রাজ্যের কাছে আলোচনা করে সমস্যা মেটানোর আবেদন করছি। প্রধানমন্ত্রীর দফতরে ই মেলও করা হয়েছে। আমরা শান্তি, উন্নয়ন চাই। পাহাড় সমতলের ভাইবোনেরা একসঙ্গে থাকবেন।’’

Advertisement

মাটিগাড়া, বাগডোগরা, নকশালবাড়ি, শালবাড়ি, চম্পাসারি, শালুগাড়া মিলিয়ে তরাইয়ে গড়ে ওঠা নতুন সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ১০০। এদের মধ্যে কেউ শিক্ষক-শিক্ষিকা, কেউ চিত্রশিল্পী, কেউ সরকারি কর্মী বা কলসেন্টারে চাকরি করেন। মুখপাত্র শক্তিবাবু জানান, আমরা গোর্খাদের নাম দিয়ে সংগঠন গড়েছি। কিন্তু তাতে বিভিন্ন সম্প্রদায় ও জাতির মানুষকে সামিল করার প্রক্রিয়া শুরু করেছি। রাজ্য হোক-আন্দোলন হোক যাই হোক, আমাদের সবাইকে পাশাপাশি বন্ধুর মত, ভাইয়ের থাকতে হবে। যে যার দাবি শান্তিপূর্ণভাবে জানাতেই পারেন। আমরা কোনও মিছিল, মিটিং করব না। বিভিন্ন স্তরে আবেদনপত্র পাঠাব। বিভিন্ন জনজাতিকে নিয়ে শান্তির পক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন