Ranjit Ghimire

মূলচক্রী সিকিম বিজেপির নেতা

সোমবার রঞ্জিত-সহ চার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হলে তাদের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেন বিচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ০৩:১০
Share:

—প্রতীকী চিত্র

পঞ্জাবিপাড়ার চার্টার্ড অ্যাকাউট্যান্ট কিসান আগরওয়ালের অপহরণে মূল অভিযুক্ত রঞ্জিত ঘিমিরে সিকিমের বিজেপি নেতা বলে দাবি করল পুলিশ। রাজ্য গোয়েন্দা বিভাগের সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রঞ্জিত আদতে সুকনার বাসিন্দা।

Advertisement

সোমবার রঞ্জিত-সহ চার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হলে তাদের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেন বিচারক। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেল হেফাজতে অভিযুক্তদের সনাক্তকরণের অনুমতিও দেন তিনি।

৭ জানুয়ারি শিলিগুড়ি থেকে কিসানকে অপহরণ করে উত্তরপ্রদেশের কুশীনগরে নিয়ে যাওয়া হয় বলে দাবি পুলিশের। পরে উত্তরপ্রদেশ লাগোয়া গোপালগঞ্জে সরানো হয়। শেষে মুজফ্ফরপুর জেলার মোতিপুর থানা এলাকা থেকে মুক্তিপণের টোপ দিয়ে অভিযুক্তদের ধরে পশ্চিবঙ্গ এবং বিহার পুলিশ। উদ্ধআর করা হয় কিসানকে। শিলিগুড়ি পুলিশের এক কর্তা বলেন, ‘‘মূল অভিযুক্ত রঞ্জিত ঘিমিরে সুকনার বাসিন্দা হলেও ২০১৪ সালে সিকিমের বিধানসভা নির্বাচনে রিনচেনপং আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তার বিরুদ্ধে সিকিমে একটি ফৌজদারি মামলা বিচারাধীন। শিলিগুড়ি পুলিশ সিকিম পুলিশের সঙ্গে যোগাযোগ করে গ্যাংটকেও যায়। তারপরেই তা নিশ্চিত হয়।’’ যদিও উত্তরবঙ্গের বিজেপি নেতা রথীন বসু বিষয়টি জানেন না বলেই দাবি করেছেন।

Advertisement

কিসানকে উদ্ধার করে ১২ জানুয়ারি তাঁর বাড়ি পৌঁছে দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছিল বিহার পুলিশও। তাই ১১ জানুয়ারি বিহারে অভিযুক্তরা গ্রেফতার হলেও তাদের আনতে পারেনি শিলিগুড়ি পুলিশ। শিলিগুড়ি আদালতের সরকারি আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া জানান, শিলিগুড়ি জেলে কবে সনাক্তকরণ প্রক্রিয়া হবে, তা ঠিক করার দায়িত্ব ম্যাজিস্ট্রেটকেই দিয়েছে আদালত।

এ দিন আদালতের কাছে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় কেন প্রকাশ করল না পুলিশ? কেনই বা তাদের হেফাজতে নিল না? আইনজীবীরা জানান, এ দিন অভিযুক্তদের শিলিগুড়ি আদালতে প্রথম তোলা হল। এখনও কেস ডায়েরি তৈরি হয়নি। পরে হেফাজতে চাওয়া যেতে পারে বলে ইঙ্গিত তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন