ফিরে এসেছেন রাজু, সতর্ক পুলিশ

২০১০ সালে শিলিগুড়ি থানার পুলিশ অসমের দিক দিকে বিরাট পরিমাণ গাঁজা কলকাতায় পাচারের সময় রাজুকে গ্রেফতার করে। তার পর থেকে সে জেলবন্দি ছিল। এখন বয়স ৪০ বছরের আশেপাশে। স্টাইলিশ জামাকাপড় পড়তে অভ্যস্ত। রঙীন মেজাজের রাজুর নিষিদ্ধপল্লিগুলিতে নিয়মিত যাতায়াত রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ০২:৩০
Share:

অন্তত চারটি থানার পুলিশ একযোগে খোঁজা শুরু করেছে। কমিশনারেটে স্তরে তৈরি করা হয়েছে বিশেষ দল। কিন্তু এখনও অধরা রাজু ছেত্রী। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এক সময়কার মোস্ট ওয়ান্টেড রাজুকে ফের শিলিগুড়ির অন্ধকার জগতে ঘোরাফেরা করতে দেখে উদ্বিগ্ন পুলিশ অফিসারেরা। তাঁরা জানাচ্ছেন, বিভিন্ন এলাকার যুবকদের নিয়ে নিত্য নতুন গ্যাং তৈরি করতে পারদর্শী রাজু। নিমিষের মধ্যে চুরি, ডাকাতি, দোকান-শোরুম ভেঙে ঢুকে পড়া ছাড়াও মাদকের কারবারে সিদ্ধহস্ত রাজু।

Advertisement

সম্প্রতি শিলিগুড়ি শহরে পরপর কয়েকটি চুরি, দোকান ভাঙার ঘটনার তদন্তে নামার পর রাজুর নাম এখন পুলিশ অফিসারদের মুখে মুখে। ইতিমধ্যে শিলিগুড়ি, মাটিগাড়া, প্রধাননগর, এনজেপি থানার অফিসারেরা রাজুর খোঁজে কোমড় বেঁধে নেমেছেন। শিলিগুড়ি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) গৌরব লাল বলেন, ‘‘একযোগে বেশ কয়েকজন দুষ্কৃতীর খোঁজ চলছে। রাজু ছেত্রী এর অন্যতম।’’

পুলিশ সূত্রের খবর, গত মাসে নয়াবাজারের এক দুধজাত সামগ্রীর সর্বভারতীয় সংস্থার গুদাম-অফিসের শাটার দুষ্কৃতীরা ভাঙার চেষ্টা করে। পরেরদিন সিসিটিভি ফুটেজ দেখেই চমকে ওঠেন তদন্তকারী অফিসারেরা। রাতের অন্ধকারে কালো জ্যাকেট, জিন্স, স্নিকার পড়ে হাতে ধারাল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যে রাজু ছেত্রী! দার্জিলিং জেলার তো বটেই লাগোয়া জেলাগুলিতে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড রাজু আবার ময়দানে নেমেছে দেখেই চিন্তিত হয়ে পড়েন অফিসারেরা। তদন্তে জানা যায়, ৯ বছর মাদক পাচারের মামলায় জেল খেটে কয়েক মাস আগেই রাজু বাইরে এসেছে। কিছুদিন বিশ্রামের পর আবার গা ঝাড়া দিয়ে নেমে পড়েছে।

Advertisement

অফিসারেরা জানান, জলপাইগুড়ি পাহাড়পুর ছাড়াও ডুয়ার্সের দিকেও বাড়ি রয়েছে রাজুর। তবে সে কোনও কালেও সেদিক দিকে খুব একটা থাকে না। ২০১০ সালে শিলিগুড়ি থানার পুলিশ অসমের দিক দিকে বিরাট পরিমাণ গাঁজা কলকাতায় পাচারের সময় রাজুকে গ্রেফতার করে। তার পর থেকে সে জেলবন্দি ছিল। এখন বয়স ৪০ বছরের আশেপাশে। স্টাইলিশ জামাকাপড় পড়তে অভ্যস্ত। রঙীন মেজাজের রাজুর নিষিদ্ধপল্লিগুলিতে নিয়মিত যাতায়াত রয়েছে।

এবার যাদের সঙ্গে তাকে সিসিটিভিতে দেখা গিয়েছিল, সকলেই নৌকাঘাট-জলপাইমোড় এলাকার যুবক। রীতমিত ছোট পিকআপ ভ্যান নিয়ে অপারেশনে নেমেছিল রাজু। দুই সঙ্গী ধরা পড়ার পর থেকেই গা ঢাকা দিয়েছে বহু চুরি, ডাকাতির মামলার অভিযুক্ত। অফিসারেরা জেনেছেন, শিলিগুড়ি জেলে থাকার সময় এক মহিলা বন্দির সঙ্গে বিভিন্ন সময়ে প্রেমও করেছে রাজু। বিয়েও নাকি করে এসেছে বলে শোনা যাচ্ছে। সেই সবও খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন