Lockdown

লকডাউনের শুনশান রাস্তায় টহল পুলিশের

করোনা-রুখতে বুধবার এ মাসের প্রথম পূর্ণ লকডাউন ছিল রাজ্যে। গৌড়বঙ্গের তিন জেলায় কী ভাবে পালন করা হল সেই বিধি। দেখল আনন্দবাজার।করোনা-রুখতে বুধবার এ মাসের প্রথম পূর্ণ লকডাউন ছিল রাজ্যে। গৌড়বঙ্গের তিন জেলায় কী ভাবে পালন করা হল সেই বিধি। দেখল আনন্দবাজার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২০ ০৭:১৫
Share:

লকডাউনে রাস্তায়। মুখে নেই মাস্ক, লাঠি বালুরঘাটে। নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুর

Advertisement

বুধবার সকাল থেকেই লকডাউন সফল করতে ছিল কড়া পুলিশি নজরদারি। বেলা একটু বাড়লে বালুরঘাটের অলিগলিতে কিছু বাসিন্দা ঘোরাঘুরি করলে পুলিশকর্মীরা তাঁদের হঠিয়ে দেন। কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ দিন লকডাউন সফল হয়েছে। বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর শহরে ওষুধের দোকান ছাড়া কিছু খোলা ছিল না।

উত্তর দিনাজপুর

Advertisement

লকডাউন কার্যকর করতে এ দিন সকাল থেকেই রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার, অভিযানে নামে পুলিশ। জমায়েত করার অভিযোগে বিভিন্ন এলাকায় কড়া পদক্ষেপ করে পুলিশ। সকালে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে চা, স্টেশনারি, খাবারের দোকান বন্ধ করা হয়। দশ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। লকডাউন অমান্য করার অভিযোগে জেলায় ২৫ জনেরও বেশি বাসিন্দাকে গ্রেফতার ও আটক করা হয়েছে। রায়গঞ্জ-সহ জেলার দশটি থানা এলাকার রাস্তাঘাট ফাঁকাই ছিল। তবে পুলিশের অভিযান বন্ধ হওয়ার পরে দুপুর থেকে রায়গঞ্জে টোটো, রিকশা ও ছোটগাড়ি চলতে দেখা গিয়েছে।

মালদহ

দোকান-বাজার, রাস্তা চলতি মাসের প্রথম লকডাউনে শুনশানই ছিল। অভিযোগ, শহর শুনশান থাকলেও দোকান-বাজার খোলা রেখে অবাধে চলছে কেনাবেচা ইংরেজবাজার ও পুরাতন মালদহের গ্রামীণ এলাকায়। বাড়তি টহলদারি ছিল পুলিশের। কোথাও লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। ধরপাকড়ও করা হয় দুই এলাকায়। শুধু ইংরেজবাজার, পুরাতন মালদহেই নয়, জেলা জুড়েই লকডাউনে কঠোর ছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, লকডাউন উপেক্ষা করে রাস্তায় বের হওয়ায় শতাধিক ধরপাকড় করা হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই রাস্তাঘাট ছিল শুনশান। মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, অভিযান চালানোর পাশাপাশি নিয়মিত মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন